Left student organization DSO protested in Midnapore demanding punishment for those responsible for student death in Jadavpur University.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ক্ষোভের আঁচ মেদিনীপুরেও। দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল বাম ছাত্র সংগঠন ডিএসও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ক্যাম্পাসের মধ্যে ঘটে যাওয়া প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ-অবস্থান কর্মসূচী করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মেদিনীপুর শহরের অশোকনগর থেকে মিছিল করে গিয়ে বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুজিত জানা, সিদ্ধার্থ শংকর ঘাঁটা সহ অন্যান্যরা। সিদ্ধার্থ বলেন, “নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছি আমরা।” তিনি আরও বলেন, “এ ঘটনার স্থায়ী সমাধানের জন্য ছাত্রসমাজকে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে সমাজে ঘটে চলা নানান অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে।
Jadavpur University
আগামী দিনে ছাত্র সমাজের ওপর নেমে আসা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ডিএসও আন্দোলন চালিয়ে যাবে।” এখন পর্যন্ত ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা রাজ্যের মানুষকে আতঙ্কিত করেছে। যাদবপুর সহ রাজ্যের মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন হোস্টেলে জুনিয়র ছাত্রদের উপরে র্যাগিং চলছে যার পরিণতি হিসেবে স্বপ্নদীপের এই মর্মান্তিক মৃত্যু।
আরও পড়ুন : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের
বিগত দিনগুলিতেও এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর পদক্ষেপের পরিবর্তে উদাসীন থেকেছে৷ তাই রাজ্য তথা দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এহেন ছাত্র ‘হত্যা’ পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মনোভাবের মানুষের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের যে বা যারাই এই নিষ্ঠুর হত্যার সঙ্গে যুক্ত তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া
আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jadavpur University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper