Home » Kurmi Protest Update : পিছু হটছে কুড়মিরা! পুরুলিয়ায় উঠল অবরোধ, খেমাশুলিতে আংশিক, সোমবার আলোচনা রাজ্য সরকারের সাথে

Kurmi Protest Update : পিছু হটছে কুড়মিরা! পুরুলিয়ায় উঠল অবরোধ, খেমাশুলিতে আংশিক, সোমবার আলোচনা রাজ্য সরকারের সাথে

by Biplabi Sabyasachi
0 comments

Kurmi Protest Update : Kurmi is retreating! Blockade lifted in Purulia, partial in Khemashuli, talks with state government on Monday

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুরুলিয়াতে কুড়মি সংগঠনের রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে রেলওয়ে ও বিভিন্ন অবরোধ প্রত্যাহার করেছে। সেই নির্দেশ থাকা সত্ত্বেও অবরোধ অব্যাহত রইল খড়্গপুরের খেমাশুলি এলাকায়। দিনভর অবরুদ্ধ রেলওয়ে ও ৬ নম্বর জাতীয় সড়ক। তবে কুড়মি সমাজের একটি অংশের পক্ষ থেকে জানানো হয়েছে, “জাতীয় সড়ক আংশিক সময়ের জন্য খোলা রাখা হবে, সোমবার বৈঠক হচ্ছে রাজ্য সচিবের সঙ্গে।” তবে রেল অবরোধ তুলে নিয়েছে খেমাশুলিতে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kurmi Protest Updates
নিজস্ব চিত্র

রবিবার দুপুরে কুড়মি সংগঠনের অভ্যন্তরীণ বৈঠকের পরে পুরুলিয়া থেকে অজিত মাহাতো জানিয়ে দেন, “নিজেদের সিদ্ধান্ত অনুসারে মানুষের হয়রানি আটকাতে অবরোধ আপাতত প্রত্যাহার করা হলো। পরবর্তীকালে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।” এরপরেই অবরোধ উঠে গিয়েছিল পুরুলিয়াতে। কিন্তু তাদের মতোই অবরোধ খেমাশুলিতে শুরু হলেও পুরুলিয়ার সঙ্গে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার হলো না রবিবার। কুড়মিদের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, “পুরুলিয়াতে বৈঠকে যাওয়া প্রতিনিধিরা ফিরে এসে আলোচনা করার পরেই খেমাশুলিতে রেললাইন থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।”

Kurmi Protest Updates

আরও পড়ুন : শিশুকে মৃত বলে শংসাপত্র, সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু! চরম গাফিলতি সরকারী হাসপাতালে

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে

অন্যদিকে কুড়মিদের আরেকটি সংগঠন কুড়মি সমাজের পক্ষ থেকে রাজেশ মাহাতো বলেন, “পুরুলিয়ার আন্দোলনকারীরা আলাদা নেতৃত্ব, আমাদের অনেকগুলি সংগঠন রয়েছে, আমরা আলাদা। আমাদের বৈঠক হবে সোমবার রাজ্য সরকারের সচিবের সঙ্গে। সেই বৈঠকের পর আমরা অবরোধ প্রত্যাহার করব কিনা সেটা জানাতে পারব। তবে ততক্ষণ পর্যন্ত আংশিক শিথিল করা হচ্ছে।

সারাদিনের মধ্যে সকাল ১০ টা থেকে দুপুর তিনটা, রাত্রি একটা থেকে সকাল ছ’টা পর্যন্ত জাতীয় সড়ক খোলা থাকবে। বাকি সময় অবরুদ্ধ থাকবে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে অবরোধ লাগাতার হবে।” তবে পরিস্থিতি ঘিরে খেমাশুলিতে দিনভর উত্তপ্ত পরিবেশ ছিল। রেলওয়ে বিভিন্ন নিরাপত্তা আধিকারিকরা ঘুরে দেখেন অবরোধস্থল। উপস্থিত ছিলেন আরপিএফের প্রধান মুখ্য নিরাপত্তা আধিকারিক দেবেন্দ্র বি কেশর৷ প্রচুর পরিমানে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে সারাদিনই।

আরও পড়ুন : আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য ঘাটালের দুই কন্যার

আরও পড়ুন : জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠকের পরও অব্যাহত কুড়মি আন্দোলন, ভোগান্তি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kurmi Protest Update

– Biplabi Sabyasachi Largest

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.