Home » Kolaghat Viral Florist : বাদাম কাকু এখন অতীত! এবার গান গেয়ে বাজার কাঁপাচ্ছেন কোলাঘাটের ফুল বিক্রেতা

Kolaghat Viral Florist : বাদাম কাকু এখন অতীত! এবার গান গেয়ে বাজার কাঁপাচ্ছেন কোলাঘাটের ফুল বিক্রেতা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাদামকাকু এখন অতীত। কোলাঘাটে ফুল কিনতে এসে শুধু টাকা বিক্রেতার কাণ্ডে আপনিও থমকে দাঁড়াবেন। অন্যান্য জিনিসপত্রের দামের পাশাপাশি বেড়েছে ফুলের দাম। যে কারণে বাজারে ফুল কিনতে যাওয়া মানেই একটু বেশি টাকা খসাতে হচ্ছে ক্রেতাদের। তবে আর পাঁচটা ফুল বিক্রেতার থেকে ফুল কেনার তুলনায় এমন এক ফুল বিক্রেতার সন্ধান মিলেছে যার কাছে হবে পয়সা উসুল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এমনইএক ফুল বিক্রেতার সন্ধান পাওয়া গিয়েছে যার কাছে ফুল কিনতে গেলে আপনাকে থমকে দাঁড়াতেই হবে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kolaghat Viral Florist
নিজস্ব চিত্র

কারণ ওই ফুল বিক্রেতা কোলাঘাট ফুল মার্কেটে নতুন নতুন গান গেয়ে ফুল বিক্রি করে থাকেন। নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন। যে কারণে ফুল ক্রেতারা কোলাঘাট ফুল মার্কেটে গেলে অন্ততপক্ষে তার কাছে একবার পৌঁছে যান গান শোনার তাগিদে। কোলাঘাট ফুল মার্কেটের বিক্রেতার নাম হল প্রদীপ ঘোষ। তিনি পাঁশকুড়া থানা এলাকার সাঁকটিগরী গ্রামের বাসিন্দা। ৩০ বছর ধরে তিনি এই ফুলের ব্যবসা করে আসছেন। ক্রেতাদের চাহিদা মত তিনি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে থাকেন আর সেই সকল বিভিন্ন ধরনের ফুল নিয়েই গান রচনা করেন।

নিজস্ব চিত্র

Kolaghat Viral Florist

আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের

ফুলের সঙ্গে সঙ্গে আবার তাকে ফুলের দাম ইত্যাদি প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দিতে দেখা যায়। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এযেন বাড়তি পাওনা, আর সেই বাড়তি পাওনা বাজারে আসা ক্রেতাদের থমকে দাঁড়াতে বাধ্য করে। তবে প্রদীপ বাবু কেবলমাত্র নিজের রচনা করা গান গেয়ে থাকেন এমন নয়, এর পাশাপাশি তিনি পুরনো দিনের বিভিন্ন গানও গেয়ে থাকেন। সহজ সরল প্রদীপ বাবুর এমন আচরণের পরিপ্রেক্ষিতে ক্রেতারা যেমন খুশি হন সেই রকমই আবার তার আশেপাশের বিক্রেতাদেরও মন ভরে যায়। ফুল বিক্রির পাশাপাশি গানের দৌলতে প্রদীপ বাবু এখন কোলাঘাট ফুল মার্কেটের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন : আলো না জ্বালিয়েই ছুটছে টোটো, “পুলিশ কিছু বলেনি” দাবি টোটো চালকের

আরও পড়ুন : জঙ্গলমহলে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামে বিজয় মেলার প্রস্তুতি বৈঠক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kolaghat Viral Florist

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.