পত্রিকা প্রতিনিধি : করোনা সংক্রমণে খাতা খুলল কেশিয়াড়ী ব্লক।মহারাষ্ট্র ফেরত এক যুবকের নমুনা পরীক্ষায় পাওয়া গেল করোনার হদিশ।সূত্র মারফত জানা গিয়েছে চলতি মাসের ২০ জুন কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের ২১ বছরের এক পরিযায়ী যুবক মহারাষ্ট্র থেকে ফিরে স্থানীয় একটি স্কুলে ছিলেন।পরে বেলফস গ্রামীন হাসপাতালে ২৪ জুন নমুনা সংগ্রহের দুদিন পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট পজিটিভ আসে।ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
অপর দিকে বেলদা থানার অধিন মান্না গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে হরিয়ানা ফেরত এক যুবকের করোনা পজিটিভ ধরা পড়ে।২১ বছর বয়সী ওই যুবক ১০ জুন বাড়ি ফেরে স্থানীয় এক স্কুল কোয়ারেন্টাইনে ছিল।পরে একইদিনে নমুনা সংগ্রহ হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে।
পুলিশ সুত্রে খবর দুই আক্রান্ত কেই শালবনী করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।তবে উপসর্গহীন করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ মেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।
2