Keleghai River Dam
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পূর্ব মেদিনীপুরের একের পর এক নদী।অপরদিকে গতকাল সন্ধ্যায় ভেঙে গিয়েছে কেলেঘাই নদীর বাঁধ। আর যার জেরে পটাশপুর- ১ ব্লকের নৈপুর, গোপালপুর, চিস্তিপুর-১ ও ২,অমর্ষি-১ ও ২, এগরা ১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা পুরোপুরি জলের তলায়। বাঁধ ভাঙায় ভাসছে পটাশপুরের পাশাপাশি ভাসছে এগরা ও ভগবানপুর। ইতিমধ্যে একাধিক রাস্তায় নেমেছে ধস। কোথাও জলের তোড়ে ভেসে গেছে রাস্তা।কোথাও বাঁধ ভেঙে নেমে এসেছে বিপর্যয়। পটাশপুর-বাজকুল ও পটাশপুর-সবং রাজ্য সড়কেও প্রবল জল। চর্তুদিকে জল আর জল । গাড়ি প্রায় ভেসে যাওয়ার জোগাড়। শুক্রবার সকাল থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পটাশপুর -সবং ।
আরও পড়ুন:- জল দুর্ভোগ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, শহরে জল কমলেও আতঙ্ক অব্যাহত গ্রামীণে
ফুঁসছে কংসাবতী, হলদিও। ইতিমধ্যে জলবন্দিদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দু’কোম্পানী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) দু’টি দল জেলায় এসেছে। ইতিমধ্যে পটাশপুর থানা এলাকার ১৬ গ্রাম পঞ্চায়েত এখন জলের তলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈপুর, পটাশপুর, পশুরামপুর, বারচৌকা-সহ একাধিক গ্রাম। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল স্পিড বোটে উদ্ধার কাজে নামে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় ৮০ হাজার মানুষকে।
Kelaghai River Dam
আরও পড়ুন:- অনাস্থা ভোটে মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ সরানো হল শুভেন্দু অধিকারীকে
এই পরিস্থিতিতে জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘‘ জেলার পরিস্থিতি অবনতি হয়েছে। বিশেষ করে কাঁসাই, কেলেঘাই ও চণ্ডীয়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকায় নদী বাঁধের উপর দিয়ে এলাকায় জল ঢুকছে। নদী বাঁধ রক্ষার জন্য সেচ দফতর যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করছে। উদ্ধার কাজের জন্য এনডিআরএফ ও এসডিআরএফ দল এসেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরানো হয়েছে।’’
আরও পড়ুন:- খুলছে মেদিনীপুর সংলগ্ন গোপগড় ইকোপার্ক, পর্যটকদের মানতে হবে একাধিক বিধি নিষেধ
আরও পড়ুন:- বাড়ছে মৃত্যুর সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে ৪০০ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keleghai River Dam
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: One river after another in East Midnapore has swelled with rain for several days. On the other hand, the dam of Keleghai river broke yesterday evening. Due to which the vast areas of Naipur, Gopalpur, Chistipur-1 and 2, Amarshi-1 and 2, Egra 1 and 2 blocks of Potashpur-1 block are completely under water. Potashpur is floating along with Egra and Bhagwanpur. Already more than one road has collapsed. Somewhere the road has been washed away by the water. Somewhere the dam has broken and disaster has come down. Potashpur-Bajkul and Patashpur-Sabang Rajdhya roads are also flooded. Water and water all around. The car almost floated. Potashpur-Sabang has been cut off from the road since Friday morning.
Kangsavati is blowing, yellow too. Meanwhile, two companies of the National Disaster Response Force (NDRF) and two teams of the State Disaster Response Force (SDRF) have arrived in the district to rescue the prisoners. Meanwhile, 18 gram panchayats in Patashpur police station area are now under water. Most affected villages are Naipur, Patashpur, Pashurampur and Barchauka. Three teams of disaster response forces went to the rescue in a speed boat. According to local administration sources, about 200 relief camps have been opened. About 60,000 people have been evacuated in the last 24 hours.
In this situation, the district magistrate Purnendu Maji said, “The situation in the district has deteriorated. Especially the water level of Kansai, Keleghai and Chandia rivers is rising and water is entering the area through river embankments in different areas. The Irrigation Department is working on a wartime basis to protect the river dams. NDRF and SDRF teams have come for rescue work. People have been evacuated from different areas. “