Kabita Ghosh is the chairman of Jhargram municipality and Sukhi Saran is the vice-chairman
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝাড়গ্রাম পুরসভার দলীয় কাউন্সিলরদের থেকে সম্মতি নিয়েই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের দুই মহিলার নাম ঘোষনা করলেন জেলা সভাপতি। সোমবার পুরসভার ১৬ জন পুরসভার জয়ী কাউন্সিলরদের সংবর্ধনা দেন তৃণমূল জেলা নেতৃত্ব। সেখানেই দলের নির্দেশ মেনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুই মহিলা কাউন্সিলারদের সর্বসম্মতভাবে সমর্থন করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন:- স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা পশ্চিম মেদিনীপুরে! ৫ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের
আরও পড়ুন:- রাজ্যে শাসকের আইন চলছে, মেদিনীপুরে বললেন ভারতী ঘোষ
বৈঠকে উপস্থিত ছিলেন গোপিবল্লবপুরের বিধায়ক খগেন্দ্র নাথ মাহাত, জেলা তৃণমূল সভাপতি তথা বিনপু্রের বিধায়ক দেবনাথ হাঁসদা ,জেলা সভাধিপতি মাধবি বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্বরা। উল্লেখ্য, এবার পুরসভার ১৮টি আসনের মধ্যে ১৬ টিতে জয়লাভ করে তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা চেয়ারম্যানস ও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে দলের মধ্যে কোন্দল রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দল। দুই পুরসভার পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় ।
Jhargram Municipality Chairman
আরও পড়ুন:- খড়্গপুর শহরে বি.টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
এদিন তৃণমূল জেলা সভাপতি পৌরসভার চেয়ারমেন কবিতা ঘোষ ও ভাইস চেয়ারম্যান সুখি সরেনের নাম ঘোষনা করা হয় ।পাশাপাশি আগামি দিনে যে সমস্ত কাজ অসম্পূর্ণ রয়েছে তা দ্রুততার সাথে করার কথা জানান দেবনাথ হাঁসদা। গোপিবল্লবপুরের ডাঃ বিধায়ক বলেন, শহরের রাস্থা ঠিক রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে। এছাড়াও মেন রাস্তা বাদে কোনো রাস্তায় ভারি গাড়ি চালনো যাবে না দলের নির্দেশ রয়েছে।নব নিযুক্ত পৌরসভার চেয়ারম্যান বলেন আমরা প্রথম নিকাশি ব্যবস্থা ও বেহালরাস্তা গুলি সারানোর ব্যবস্থা করব।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সম্পত্তি হাতানোর জন্য জীবিত বৃদ্ধার নামে ‘ডেথ সার্টিফিকেট’, বিতর্কে গ্রাম পঞ্চায়েত
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram Municipality Chairman
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore