Home » Madhyamik Examination News : জলপাইগুড়ির ঘটনার পরই মেদিনীপুরে হুটার বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে ছুটল এসকট গাড়ি

Madhyamik Examination News : জলপাইগুড়ির ঘটনার পরই মেদিনীপুরে হুটার বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে ছুটল এসকট গাড়ি

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জলপাইগুড়ির গাজলডোবা এলাকাতে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হাতির হামলায়। মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীদের বিভিন্ন বাহনে তুলে পৌঁছানো শুরু হলো পরীক্ষা কেন্দ্রে। তাকে এসকট করল বনদপ্তরের ঐরাবত যান ও বনকর্মীরা। পশ্চিম মেদিনীপুরের হাতি উপদ্রব এলাকা মেদিনীপুর সদর, শালবনী, গোয়ালতোড়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Madhyamik Examination News
নিজস্ব চিত্র

ওই এলাকাগুলির জন্য বৃহস্পতিবার সন্ধ্যাতেই বিশেষ পরিকল্পনা করে পরিবহন দপ্তর ও বনদপ্তর। বাস ও অন্যান্য গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের জন্য। বনদপ্তরের ঠিক করে দেওয়া হাতির রুটগুলিতে কোথায় কতগুলি গাড়ি লাগবে তা নির্ধারণ হয়। জেলার পরিবহন দপ্তরের আধিকারিক অমিত দত্ত জানান, “শুক্রবার সকাল থেকে জঙ্গলমহলের রুটে থাকা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পিকআপ পয়েন্টে আমাদের গাড়ি যায় এবং সেখান থেকে ছাত্র-ছাত্রীদের তুলে নিয়ে রওয়ানা দেয় পরীক্ষাকেন্দ্রগুলির উদ্দেশ্যে।

Madhyamik Examination News

বনদপ্তরের ঠিক করে দেওয়া রুটে ওই গাড়িগুলির সামনে ছিল বনদপ্তরের এসকট ঐরাবত গাড়ি। পরিবহন ব্যবস্থার প্রথম দিনে সমস্ত মাধ্যমিক ছাত্র-ছাত্রী এই সুবিধা গ্রহণ না করলেও পরবর্তী দিনে আশা রাখছি সকলেই এই গাড়িতে উঠে যাবে জঙ্গলের রাস্তায়।” পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া, পিড়াকাটা, গোয়ালতোড় এলাকাতে নির্দিষ্ট পয়েন্টে গাড়ি ব্যবস্থা করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া ও নিয়ে আসার কাজ করে তারা। এর মাঝেও অনেকেই বাইক বা অন্যভাবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করলে জঙ্গলের রাস্তায় থাকা বনকর্তা ও বনকর্মীরা তাদের আটকে পরবর্তীকালে পরিবহন দপ্তরের দেওয়া গাড়ি গুলিতে যাতায়াতের জন্য পরামর্শ দেয়।

এমনই চিত্র দেখা গিয়েছে চাঁদড়ার জঙ্গলে। কলসীভাঙ্গা হাইস্কুলের দুই ছাত্রী একটি মোটর বাইকে করে জঙ্গল পথ দিয়ে আসছিল। চাঁদড়ার রেঞ্জার সুজিত পন্ডা তাঁদের আটকে জানিয়ে দেন, বাইকে না এসে সরকারী ভাবে যে বাসের ব্যবস্থা করা হয়েছে তাতে আসার জন্য। সেই সঙ্গে জঙ্গলমহলের বিভিন্ন বাজার গুলিতে হ্যান্ড মাইকিং করে বনদপ্তর জানিয়ে দেয় পরিবহন দপ্তর ও বনদপ্তরের পরিবহন সুবিধার কথা। শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী সকলেই জানায়, এই ব্যবস্থায় আর্থিক ও পথ নিরাপত্তা দু’দিক থেকে সুবিধা হল মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের।

তবে মাধ্যমিকের দ্বিতীয় দিনের এই আয়োজন ছিল খানিকটা ভিভিআইপিদের মত। এক প্রকার আপ্যায়ন করে বাসে ছাত্র-ছাত্রীদের তোলা, সেইসঙ্গে বাসের সামনে ঐরাবত গাড়ির হুটার বাজিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া স্বস্তি এনে দিয়েছে অভিভাবকদের জন্যও। কলসীঙাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সরকার বলেন, “খুবই ভালো উদ্যোগ। সারা বছর এই এলাকায় হাতি থাকে। জমির ফসলের পাশাপাশি ঘরবাড়ি ভাঙার ঘটনাও ঘটেছে। জঙ্গল পথ পেরিয়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্র ছাত্রীদের। ছোট গাড়ির ব্যবস্থা হলে সরাসরি জঙ্গলের ভেতরে থাকা গ্রামগুলি থেকে পরীক্ষার্থীদের আসার সুবিধা হত।”

আরও পড়ুন : যাতায়াতের পথে জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, মেদিনীপুরে কড়া নজরদারি বনকর্মীদের

আরও পড়ুন : স্কুলছুট ! পশ্চিম মেদিনীপুরে কমল মাধ্যমিক পরীক্ষার্থী, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া নিরাপত্তা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Madhyamik Examination News

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.