Home » বছরে ২ বার ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ শীঘ্রই; ঝাড়গ্রামে ঘোষণা মমতার

বছরে ২ বার ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ শীঘ্রই; ঝাড়গ্রামে ঘোষণা মমতার

by Biplabi Sabyasachi
0 comments

Duare Sarkar

আরও পড়ুন ঃ লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনায় চাঞ্চল্য

পত্রিকা প্রতিনিধিঃ ২১ শে নির্বাচনে তৃণমূলের জয়ের পর তৃতীয়বারের জন‍্য মুখ‍্যমন্ত্রী(Chief Minister) হয়ে প্রথমবার ঝাড়গ্রাম সফরে এলেন মমতা ব্যানার্জী(Mamata Banerjee)। এদিন ঝাড়গ্রামে পৌঁছে ঝাড়গ্রাম(Jhargram) স্টেডিয়ামের (Stadium) আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস (World Indigenous Day) উৎসবে যোগ দেন তিনি।পাশাপাশি মুখ্যমন্ত্রী(Chief Minister)কে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি দিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ। এরপর তিনি তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলান। নিজের হাতে বাজান ধামসাও। আর তারপর বীর সামুণ্ডার ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ‍্যমন্ত্রী(Chief Minister)র সঙ্গে ছিলেন মন্ত্রী(Minister) বীরবাহা হাঁসদা,জলসম্পদ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ অন্যান্য আধিকারিকরা।পাশাপাশি এদিন তিনি ঝাড়গ্রাম(Jhargram) জেলার আদিবাসী লোকশিল্পীদের সম্মাননা প্রদান করেন।তবে আজ রাত্রে তিনি থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। আগামীকাল ঘাটালে(Ghatal) প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। 

Duare Sarkar

আরও পড়ুন ঃ- আজকের রাশিফল – ৯ আগষ্ট ২০২১, বাঃ – ২৩ শ্রাবণ ১৪২৮

Rich result in Google SERP when searching for "Duare Sarkar"
নিজস্ব চিত্র

এদিন মুখ‍্যমন্ত্রী(Chief Minister) জঙ্গলমহলের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালে জঙ্গলমহলের ঝাড়গ্রাম(Jhargram)কে নতুন জেলা করেছে আমাদের সরকার। আর সেই জেলার মধ্যে ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়েছে। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলায় নতুন করে সাধুরাম চাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। তাছাড়া ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ হয়েছে। সুবর্ণরেখা নদীর উপর জঙ্গল সেতু হয়েছে। স্পোর্টস কমপ্লেক্স হয়েছে। মাও হানায় মৃতদের পরিবারকে সাহায্য করেছি। ৩ কোটি মানুষ দুয়ারে সরকারের আওয়াত এসেছে।আদিবাসীদের জমি হস্তান্তর বন্ধ করেছে আমাদের সরকার। আমরা চাই সারা ভারতে এই আইন হোক। তাছাড়া ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না আমরা। সবাই আমরা একসঙ্গে কাজ করি। আপনারা ভাল থাকলে, আমি ভাল থাকবো। আপনাদের কখনও কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেবো। কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না।

Duare Sarkar

আরও পড়ুন ঃ অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা খড়্গপুর মহকুমা হাসপাতালে

আপনারা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন। তাছাড়া ঝাড়গ্রামের চারটি আসনে জিতিয়েছেন।  তিনি আরও বলেন ,আদিবাসী এলাকায় ১০০ টি স্কুল এবং অলচিকি হরফের জন্য ৫০০ টি স্কুল করা হচ্ছে। সারনা বা সারি ধর্মকে স্বীকৃতি দানের জন্য পদক্ষেপ করছে রাজ্য সরকার। তাছাড়া মাঝি থানের প্রধান পুরোহিতদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে।
 আগামী পাঁচ বছরে দশ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ তৈরি করা হবে। এক- ২ মাসের মধ্যেই দুয়ারে রেশন ও চালু হয়ে যাবে। যা কথা দিয়েছিলাম প্রতিটা কথা রেখেছি। এবছরও প্রায় ন’লক্ষ সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হবে। এখনও পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন ঃ খড়্গপুর শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, গুরুতর আহত ১

আরও পড়ুন ঃ এগরায় বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় মাননীয়ার পুলিশ কোন তদন্ত শুরু করেনি, তোপ শুভেন্দুর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Duare Sarkar

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.