Forest news
আরও পড়ুন ঃ–শুভেন্দুর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় আটক প্রাক্তন নিরাপত্তারক্ষী
পত্রিকা প্রতিনিধিঃ জঙ্গলমহলে(Jangalmahal) প্রতিনিয়ত চলছে জঙ্গল চুরি, আর এই বিষয়ে অনেকদিন আগেই আলোকপাত করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম। তার পর থেকে নড়েচড়ে বসে ছিল বনদপ্তর। আর ফর থেকেই বনদপ্তর থেকে প্রতিদিনই একজন – দুজন করে বন দপ্তরের কর্মী জঙ্গল পাহারা দেওয়ার জন্য থাকেন।
ঠিক তেমনই রবিবার খড়গপুর (Kharagpur) বনবিভাগের (Forest Department) ডিএফও(DFO) শিবানন্দ রাম এছাড়াও অফিসিয়াল রেঞ্জের স্টাফরা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল(Sankrail) রেঞ্জের জঙ্গলকুড়চী ও দূর্গাহুড়ী জঙ্গল ঘুরে দেখেন। এদিন তাদের তরফ থেকে দূর্গাহুড়ী ইকোপার্ক কে নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনায় গোটা পার্ক ঘুরে দেখেন। পাশাপাশি এদিন তারা সাঁকরাইল রেঞ্জের বিভিন্ন জঙ্গল এলাকা ঘুরে দেখে জানানো হয়েছে যে সমস্ত ফাঁকা জায়গায় চারা গাছ লাগানো কথা জানান। তাছাড়া শুধু সাঁকরাইল নয়, ঝাড়গ্রাম(Jhargram) জেলার বিভিন্ন অঞ্চলে একই চিত্র দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বনদপ্তরের উদ্যোগে জঙ্গলে পাহারার ব্যবস্থায় অত্যন্ত খুশি স্থানীয় মানুষরা। তাদের আশা এবার জঙ্গলমহলের জঙ্গল চুরি কমবে। আবার সবুজে সবুজ হয়ে উঠবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore