Home » সাঁকরাইলে বিজেপিতে বড়সড় ভাঙন, প্রায় ৭০০ কর্মী দল ছেড়ে তৃণমূলে

সাঁকরাইলে বিজেপিতে বড়সড় ভাঙন, প্রায় ৭০০ কর্মী দল ছেড়ে তৃণমূলে

by Biplabi Sabyasachi
0 comments

BJP news

আরও পড়ুন ঃকাঁথি পুরসভার অভিনব উদ্যোগ! করোনা সংক্রমিতদের বাড়িতে লাগানো হল স্টিকার

পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল (Sankrail) ব্লক এর তিন নম্বর আন্ধারী অঞ্চলের গড়ধরা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে পঞ্চায়েত সদস্য তাপস বিশুই এর নেতৃত্বে প্রায় ১২৫ টি পরিবারের ৭০০ জন বিজেপি (Bjp) কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল (Trinamool) কংগ্রেসে যোগদান করেন ।

নিজস্ব চিত্র

আন্ধারী অঞ্চলে বিজেপির আর কোন পঞ্চায়েত সদস্য রইল না ।গত পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলের সাত টি আসনের মধ্যে ছয়টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সাঁকরাইল (Sankrail) ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রাউত (Kamal Rout) । তিনি সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন । এছাড়াও কমল বাবু বলেন ,আগামী দিনে এই এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। দলে দলে মানুষ বিজেপি (Bjp) ছেড়ে শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ।

Advertisement

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য তাপস বিশুই (Tapas Bisui) বলেন, কেউ আমাদের হুমকি দেয় নি এবং ভয় দেখায় নি। আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কারণ বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ কিছুই করেনি ।তাই বিজেপি দলে থেকে আমাদের এলাকার উন্নয়ন করা সম্ভব নয়। তাই আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করব।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.