A 31 feet high statue of Bajrangbali was erected in Jhargram town with great enthusiasm.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রামনবমীর দিনে বজরংবলীর ৩১ ফুট উঁচু মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন হল। রবিবার ঝাড়গ্রাম শহরের ৮ নম্বর ওয়ার্ডের বামদা এলাকায় মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাহাতো, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী, শহর তৃণমূলের নেতা অশোক মহাপাত্র, আইনজীবী কৌশিক সিংহা প্রমুখ।
আরও পড়ুন:- কেশপুরে বিজেপি কর্মী খুনে ১২১ জন তৃণমূল নেতা কর্মীকে নোটিশ পাঠাল সিবিআই
আরও পড়ুন:- অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে, মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ
স্থানীয় শিবকালী বজবংবলী নাগা আশ্রমের উদ্যোগে এলাকাবাসী ও ভক্তদের দানে সিমেন্টের মূর্তিটি তৈরি করা হয়েছে। এদিন আশ্রমের সন্ন্যাসী কমল গিরি ও রাখাল নস্করের প্রশংসা করে মৎস্যমন্ত্রী বলেন, ‘‘শুভদিনে পবননন্দনের এই মূর্তি উন্মোচন করতে পেরে ভীষণ ভাল লাগছে। দুই সাধুবাবার উদ্যোগ প্রশংসনীয়।’’ মূর্তি উন্মোচন উপলক্ষে এদিন কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। ছিল ভক্তিমার্গের অনুষ্ঠানও।
Bajrangbali Statue
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Bajrangbali Statue
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore