0
পত্রিকা প্রতিনিধি : শহরে অজানা জন্তুর পায়ের ছাপ কে ঘিরে বাঘের আতঙ্ক । ডিয়ার পার্কের উল্টোদিকে এবং নতুন পুলিশ লাইনের পাশের জঙ্গল রাস্তায় অজানা জন্তুর প্রচুর পায়ের ছাপ দেখা যায়। ছোটো থেকে বড়ো সব রকম পায়ের ছাপ এক সাথে দেখে মনে করা হচ্ছে পুরো দলটাই রয়েছে এক সাথে। হঠাৎ করেই এক সাথে এত পায়ের ছাপে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অনেকের আবার ধারনা কোন জন্তু হয়তো ডিয়ারপার্কে থেকে বেরিয়ে যেতে পারে। তবে এর আগে শহরে হাতি ঢুকলেও শহরের এত কাছে এরকম অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়নি। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।