Home » Maoist Alert : মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীম‍ানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি ‍অব্যাহত

Maoist Alert : মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীম‍ানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি ‍অব্যাহত

by Biplabi Sabyasachi
0 comments

Jhargram Police and Central Forces search Jharkhand border including Belpahari on Maoist Alert.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাওবাদীরা জঙ্গলমহলে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের তরফে রাজ্যকে সতর্ক করা হয় । তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জঙ্গলমহল এলাকার প্রতিটি থানা কে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি গোটা জঙ্গলমহল এলাকায় হাইএলার্ট জারি করে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার ঝাড়খন্ড রাজ্যের সীমান্তঘেঁষা লবণী এলাকায় বুধবার সকাল থেকেই সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে দুই যুবককে পিষে দেওয়া ঘাতক লরি আটক, রাতেও নজরদারি পুলিশের

Maoist Alert
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ভরদুপুরে ঝাড়গ্রামের অতিথিশালায় হঠাৎ হাজির ‘রামলাল’, ভেতরে ঢুকে সাবাড় সব্জি-ফলমূল, দেখল সকলের বিস্ময়-চোখ

সেই সঙ্গে ওই এলাকায় নাকা চেকিং চলছে জোর কদমে। পুলিশ ও সিআরপিএফ এর পক্ষ থেকে ঝড়খন্ড সীমান্তবর্তী এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মাও নিরাপত্তার ফাঁকফোকর রাখা হয়নি। সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়খন্ড ও ওড়িশা সীমান্তবর্তী এলাকা গুলিতে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Maoist Alert

আরও পড়ুন:- হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিডিও-র

Maoist Alert
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর শহর সংলগ্ন কাঁসাই রেল ব্রিজের কাছে সূর্যাস্ত হাটের মাঠে দেদার আড্ডা, মদের বোতলের ছড়াছড়ি, বাড়ছে ক্ষোভ

Advertisement

আরও পড়ুন:- খড়্গপুর শহরে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের

সেই সঙ্গে ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলিয়াবেড়া, জাম্বনী, বেলপাহাড়ী থানার বিভিন্ন এলাকায় পুলিশ টহল দারির কাজ শুরু করেছে। যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ সজাগ রয়েছে। তবে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে। সাধারণ মানুষের আশঙ্কা ঝাড়গ্রামের আকাশে ফের অন্ধকারের কালো মেঘ ঘনিয়ে আসছে। মাওবাদীদের আন্দোলন ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের কাছে অজানা নয়। তাই অজানা আতঙ্কে ভুগছে মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সজাগ থাকার পাশাপাশি আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:- অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গঠিত হল ”উইনার্স স্কোয়াড” টিম

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Maoist Alert

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.