Home » বাড়ছে সংক্রমণ ! ১৫ জুন পর্যন্ত বাড়ল রাজ‍্যের লকডাউন

বাড়ছে সংক্রমণ ! ১৫ জুন পর্যন্ত বাড়ল রাজ‍্যের লকডাউন

by Biplabi Sabyasachi
0 comments

Lockdown

আরও পড়ুন ঃ-শ্রীঘ্রই হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক , ঘোষণা মুখ্যমন্ত্রীর

পত্রিকা প্রতিনিধিঃ বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনে রাজ্য়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পেরিয়েছে। এই গত কয়েকদিনে রাজ্য়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া হাজার পেরিয়েছে। আর এই পরিস্থিতিতে করোনায় (Covid 19)রুখতে এরাজ‍্যে ফের বাড়ানো হল (West Bengal) লকডাউনের ( lockdown )
মেয়াদ। উল্লেখ্য , আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন জারি থাকছে বলে একথা ঘোষণা করলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন,’কেউ লকডাউন বলবেন না, এটা বাধানিষেধ’। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় কার্যত লকডাউন (Lockdown) পরিস্থিতি জারি করা হয়েছিল। আর সেই মেয়াদ বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত। বর্তমান নিয়মই জারি থাকবে বলে জানানো হয়েছে। বাংলায় করোনা কিছুটা কমেছে বলেও জানালেন মমতা। আর সে কারণেই বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ানো হল বলে জানালেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের দৈনিক হার কমেছে রাজ্যে। তাই এই লকডাউনকেই হাতিয়ার করে করোনাকে আরও খানিকটা বাগে আনতে চায় রাজ্য। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর চিন্তিত ব্যবসায়ীরা।

আর এই লকডাউনে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে।পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে। অপরদিকে মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বলে জানা যাচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lockdown

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.