পত্রিকা প্রতিনিধি :পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হলো জেলাশাসক ওফিসের প্রাঙ্গনে । শনিবার সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক রশ্মি কমল । করোনা পরিস্থিতির কারণে এবছর সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হয় নি । শুধুমাত্র রাস্ট্রিয় অভিবাদন হয়েছে । সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্যান্যবারের থেকে কাটছাট করে ছোট করা হয়েছে । নৃত্য প্রদর্শন করেন মেদিনীপুর ড্যান্সার্স ফোরামের শিল্পীরা । অনুষ্ঠানের মঞ্চ থেকে করোনা যোদ্ধাদের সংবর্ধিত করেন জেলা শাসক ও অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ ।জাতীয় পতাকা উত্তোলন করে জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক বলেন অনেক বীর শহীদের আত্ম বলিদান ও সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে । এই দেশের অখন্ডতা ,সম্প্রীতি ,সর্বপরি সার্বিক উন্নতির জন্য সকলকে দ্বায়িত্ব নিতে হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার ও অন্যান্য অতিথিবৃন্দ ।
4