SBSTC Bus Strike : অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন এসবিএসটিসি বাস ডিপোর অস্থায়ী কর্মীরা। এর জেরে বুধবার সকাল থেকে মেদিনীপুরের ডিপো থেকে সরকারি বাস পরিষেবা ব্যাহত। উল্লেখ্য, কয়েকদিন ধরেই ডামাডোল পরিস্থিতি চলছিল পশ্চিম মেদিনীপুরের সরকারি বাস ডিপোতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন এসবিএসটিসি বাস ডিপোর অস্থায়ী কর্মীরা। এর জেরে বুধবার সকাল থেকে মেদিনীপুরের ডিপো থেকে সরকারি বাস পরিষেবা ব্যাহত। উল্লেখ্য, কয়েকদিন ধরেই ডামাডোল পরিস্থিতি চলছিল পশ্চিম মেদিনীপুরের সরকারি বাস ডিপোতে।
কর্ম সংকোচনের পাশাপাশি কমেছে বেতনও এমনই অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন অস্থায়ী কর্মীরা। তারা সকলেই তৃণমূলের কর্মী সংগঠনের সদস্য। সংগঠনের পতাকা নিয়েই কর্ম বিরতি করলেন তারা। জানা গিয়েছে, মেদিনীপুর শহর সংলগ্ন এসবিএসটিসি বাস ডিপোতে স্থায়ী বাসের কর্মী রয়েছে তিরিশ জনের মতো, অস্থায়ী কর্মী একশো কুড়িজন। সমস্যা তৈরি হয়েছে এই অস্থায়ী কর্মীদের নিয়ে।
আন্দোলনকারী অস্থায়ী কর্মী শেখ শাহীন বলেন, “আমরা এই ডিপোর অস্থায়ী কর্মী। প্রতিদিন ডিউটি করলে দিনের বেতন দেওয়া হয়। বর্তমানে আমাদের কাজের দিন কমিয়ে দেওয়া হয়েছে। ১০ থেকে ১২ দিন কাজ পাই আমরা। এর ফলে যেটুকু বেতন পায় তা দিয়ে সংসার চলে না এই বাজারে। বাকি সরকারি সুবিধা নেই। তাই আমাদের সমস্ত সরকারি সুবিধা, ছুটি ও ন্যূনতম ২৬ দিন কাজের দাবিতে এই কর্ম বিরতি।”
অপর অস্থায়ী কর্মী আকবর খান বলেন, “আমরা আমাদের সবথেকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। বেশি সেল করেও তেল সাশ্রয় করিয়ে ডিপোকে বাঁচানোর চেষ্টা করি। অথচ আমাদের বিভিন্ন সুবিধা ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে যে বেতন দাঁড়িয়েছে, তাতে এই বাজারে সংসার চালানো যায় না। তাই যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে আমরা কাজ করবো না।”
সম্প্রতি এই বাস ডিপোতে জ্বালানি তেলের সংকটের কারণে বাস চালানো বন্ধ হয়েছিল। আর্থিক সংকট যে তৈরি হয়েছে তা অনেকটাই পরিষ্কার। যে কারণে অস্থায়ী কর্মীরাও কাজ পাচ্ছে না। তাই অস্থায়ী কর্মীদের এই আন্দোলন কর্ম বিরতি। এর জেরে প্রধান এই বাস ডিপো থেকে বেশিরভাগ সরকারি বাস রাস্তায় বের হয়নি বুধবার। ভোগান্তি যাত্রীদের।
মেদিনীপুর এসবিএসটিসি-এর ডিপো ইনচার্জ গৌতম চক্রবর্তীর স্বীকার করে নিয়েছেন যে বুধবার বেলা সাড়ে আটটা পর্যন্ত মাত্র একটি সরকারি বাস রাস্তায় বের হতে পেরেছে। তিনি বলেন, “কি হচ্ছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। একটি মাত্র সরকারি বাস বের হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না। কারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা আমার নেই। উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।”
আরও পড়ুন : চালকের ভুলে মেদিনীপুর বাসস্ট্যান্ডে সরকারি বাসের চাকায় পিষ্ট বাবা ও ছেলে, হাসপাতালে মৃত্যু ছেলের
আরও পড়ুন : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SBSTC Bus Strike
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper