West Midnapore : জেলার প্রতিটি ব্লকেই কমবেশি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শাসকদলের। মেদিনীপুর শহরেও বিধায়ক ও জেলা সভাপতির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শিকড় অনেক গভীরে যে পৌঁছে গিয়েছে তাও বুঝতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলা বিধানসভা বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অজিত মাইতিকে বাড়তি দায়িত্ব দিল দলের নেতাকর্মীদের দূরত্ব ঘোঁচাতে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের পশ্চিম মেদিনীপুর জেলায় অজিত মাইতিকে বাড়তি দায়িত্ব দিল দলের নেতাকর্মীদের দূরত্ব ঘোঁচাতে। অজিত হলেন পিংলা বিধানসভা বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। জেলার প্রতিটি ব্লকেই কমবেশি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শাসকদলের। মেদিনীপুর শহরেও বিধায়ক ও জেলা সভাপতির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শিকড় অনেক গভীরে যে পৌঁছে গিয়েছে তাও বুঝতে পেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সভা মঞ্চ থেকে সেই দূরত্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অজিত মাইতিকে ব্লকে ব্লকে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি এবার থেকে তৃণমূলের নেতা কর্মীদের দূরত্ব ঘোঁচাতে কাজ করবে। অজিতের এই বাড়তি দায়িত্ব পাওয়ার পর জেলা পরিষদের সহ-সভাপতির অফিসের বাইরে ভিড় বাড়তে দেখা যায়। সম্প্রতি এর আগে চোখে পড়েনি ভিড়।
West Midnapore
এদিন বাড়তি দায়িত্ব পেতেই তাঁর ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে দেখা করতে ভিড় জমান। এদিন মুখ্যমন্ত্রী অজিত মাইতিকে বলেন, ব্লকে ব্লকে মিটিং করো। যেখানে কর্মীদের দূরত্ব আছে, দূরত্ব কমিয়ে আনো।” তিনি আরও বলেন, “দল সবার তাই ‘আমি নয় আমরা’, এই স্লোগান নিয়ে গ্রামে গ্রামে যেতে হবে। পদ নিয়ে ঘরে বসে থাকবে মানুষের কাজ করবে না, তাদের দল থেকে ছেঁটে ফেলা হবে।”
আরও পড়ুন : বয়কট করা পরিবারের সাথে কথা বললেই ৫০০০ টাকা জরিমানা! মোড়লদের ফতোয়া পশ্চিম মেদিনীপুরে
এদিন নাম না করে উত্তরা সিংহ হাজরাকেও বার্তা দিয়ে বলেন, “একজন জেলা পরিষদের সদস্য মানে এই নয়, আমি আমার নিজের মতো করে নিলাম। এসব চলবে না। এক সেকেন্ডে কেটে দিব। যারা মানুষের কাজ করবে তাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব। যারা মানুষের কাজ না করে নিজের কাজ করবে তাদের বলব ঘরে বসে যেতে।” এদিন ছাত্র-যুব-মহিলাদের সামনে আনার কথাও বলেন তৃণমূল সুপ্রিমো। তবে এদিন তিনটে সভামঞ্চের কোনোটাতেই দেখা গেল না পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরাকে।
আরও পড়ুন : খড়্গপুরে হচ্ছে সাইকেল হাব, মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থানে জোর দিলেন মুখ্যমন্ত্রী
তার নামও নেননি তৃণমূল সুপ্রীমো। পরে সুজয়কে দেখা গিয়েছে মঞ্চের নিচে বসে থাকতে। এই চিত্র উঠে আসার পরেই জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে সভাপতি পরিবর্তনের। এবার কি তাহলে সুজয় জেলা সভাপতি পদ থেকে সরছেন? জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে, তারই বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত জুন মালিয়া এদিন সভা পরিচালনা করেন। সবমিলিয়ে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অজিতের বাড়তি পাওনা। অন্যদিকে সুজয় হাজরার সভাপতি পদ থেকে সরে যাওয়ার জল্পনা।
আরও পড়ুন : খড়্গপুর শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে বাড়তি নজরদারি রাখতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore