Home » Primary School : জরাজীর্ণ ক্লাসরুম, খসে পড়ছে টালির ছাদ! পূর্ব মেদিনীপুরে রাস্তা অবরোধ খুদে পড়ুয়াদের

Primary School : জরাজীর্ণ ক্লাসরুম, খসে পড়ছে টালির ছাদ! পূর্ব মেদিনীপুরে রাস্তা অবরোধ খুদে পড়ুয়াদের

by Biplabi Sabyasachi
0 comments

In the morning, without going to school, the students of the primary school sat on the road in their school uniforms.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সকালে স্কুলে না গিয়ে স্কুলের পোশাকেই রাস্তার উপর বসে পড়ল প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়ারা। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত চক বহিচবেড়িয়া গ্রামের। চক বহিচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস রুমে না গিয়ে ট্যাংরাখালি- মেছাদা রাজ্য সড়কের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে, সঙ্গ দেন অভিভাবকেরাও। চক বহিচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের ।

আরও পড়ুন:- পুলিশের নজরদারি সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

Primary School
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- দাসপুরে পরীক্ষার দিনেই পড়ার ঘর থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ

শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বসছে প্রতিদিন। কিন্তু মাঝেমধ্যেই স্কুলের টালির ছাদ থেকে টালি খুলে পড়ছে ছাত্র-ছাত্রীদের মাথায়। টালি খুলে পড়ায় চার পাঁচ জন ছাত্র-ছাত্রী এপর্যন্ত আঘাত পেয়েছে। বর্তমানে ওই স্কুলে ১৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুলের বিল্ডিং মেরামতি ও পাকা ছাদের দাবিতে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পথ অবরোধ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ। ঘটনাস্থলে এসে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ।

Primary School

আরও পড়ুন:- পিংলায় আদিবাসী মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, কয়েকঘন্টার মধ্যে খুনের কিনারা করল পশ্চিম মেদিনীপুর পুলিশ

Advertisement

আরও পড়ুন:- দিল্লীর হিংসাকান্ডে মূল অভিযুক্তদের সন্ধানে হলদিয়ায় পুলিশের ৩ সদস্যের প্রতিনিধি দল, হতবাক এলাকাবাসী

অবরোধ তুলতে গেলে প্রাথমিকভাবে জনরোষের মুখে পড়ে পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকেরা। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জানা যায়, উমপুন ঝড়ের পরবর্তী সময় থেকেই স্কুল বিল্ডিং এর এই বেহাল অবস্থা। জানানো হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে। সবকিছু খতিয়ে দেখে যায় শিক্ষা দপ্তরের ইঞ্জিনিয়ার। কিন্তু তারপরও স্কুল বিল্ডিং মেরামতের জন্য আর্থিক অনুমোদন পাওয়া যায়নি।

আরও পড়ুন:- মাও সতর্কতায় বেলপাহাড়ী সহ ঝাড়খন্ড সীম‍ানায় ঝাড়গ্রাম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি ‍অব্যাহত

স্থানীয় অভিভাবকদের কথায়, রাজ্য সরকার রাজ্যজুড়ে উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছে। তার পরেও স্কুল বিল্ডিং এর এই বেহাল অবস্থা কেন! যদিও এই প্রশ্নের উত্তর তাদের জানা নেই। অভিবাবকরা কার্যত হুঁশিয়ারি সুরে জানায় এক সপ্তাহের মধ্যে স্কুল বিল্ডিং এর মেরামতির কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি এই এক সপ্তাহ তাদের ছেলেমেয়েদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকেরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Primary School

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.