Home » Midnapore Municipality Election : পুরভোটে ‘ঘরের ছেলে’ আর ‘অভিভাবক’-এর লড়াই মেদিনীপুর শহরে

Midnapore Municipality Election : পুরভোটে ‘ঘরের ছেলে’ আর ‘অভিভাবক’-এর লড়াই মেদিনীপুর শহরে

by Biplabi Sabyasachi
0 comments

In Midnapore Municipality Election, fight between ‘son of the house’ and ‘guardian’

ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘ঘরের ছেলে’ নাকি ‘অভিভাবক’ কার হাতে থাকবে ওয়ার্ডের শাসনভার। তা নিয়ে পারদ চড়ছেই। অপেক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার পালা। তার আগে ‘ঘরের ছেলে’ এবং ‘অভিভাবক’ এর পোস্টার পড়ল মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে।

আরও পড়ুন:- রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ

Midnapore Municipality Election
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’

প্রচারে এগিয়ে আছে ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী অনয় মাইতি। ‘ঘরের ছেলে’ অনয় মাইতিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার, ব্যানার টাঙ্গিয়েছে ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। অনয় জানান, মানুষের সুবিধা-অসুবিধায় ২০০৮ সাল থেকে পাশে রয়েছি। মানুষজন কতটা ভালবাসেন তা জানতেই আমার ভোটে দাঁড়ানো। মানুষজনের রায় তিনি মেনে নেবেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস তিনি জিতবেন। পাশাপাশি নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল।

Midnapore Municipality Election

আরও পড়ুন:- এগরায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

Midnapore Municipality Election
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- স্কুলে পঠনপাঠন চালুর দাবিতে পশ্চিম মেদিনীপুরে মিছিল শিক্ষক সমিতির

ব্যানার টাঙ্গিয়েছে ওয়ার্ডের আমরা আমাদের ওয়ার্ডের অভিভাবককে চাই জানিয়ে। ৯ নম্বর ওয়ার্ডের গোলকুঁয়াচকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে ব্যানারকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে। মেদিনীপুর পৌরসভা নির্বাচনে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। তার আগে ‘আমরা আমাদের ওয়ার্ডে অভিভাবককে চাই’ বলে ব্যানার পড়ল। তাতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি আছে তৃণমূলের প্রতীকও।

আরও পড়ুন:- দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন

Advertisement

আরও পড়ুন:- হাওড়া, পুরুলিয়া, দিঘা, শালিমার-সহ বিভিন্ন জায়গা থেকে ২৪ ট্রেন বাতিল রেলের

Advertisement

আরও পড়ুন:- মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন প্রৌঢ়, উদ্ধার করলেন দুই মহিলা পুলিশ

নিচে লেখা রয়েছে গোলকুঁয়াচক ও মুন্সীপুকুরপাড় বুদ্ধিজীবী জনগণ। কে অভিভাবক? অভিভাবককে প্রার্থী হিসেবে চাইছেন নাকি জেতানোর জন্য আবেদন তা নিয়ে জল্পনা। তৃণমূলের এক কর্মী বলেন, অভিভাবক বলতে তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিপ্লব বসু (সৌরভ)। তিনি এবারে এই ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন। তাঁকে জেতানোর জন্য বলা হচ্ছে। অন্যদিকে পিছিয়ে থাকলেও লড়াই ছাড়তে রাজি নয় বিজেপিও।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলা দাপাচ্ছে ৫০ টি হাতি, ক্ষতি আলু ও সদ্য রোয়া ধানের চারার

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore Municipality Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.