Home » IIT Kharagpur : ছাদে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ !ফের ভিনরাজ্যের পড়ুয়ার মৃত্যু Kharagpur IIT -তে

IIT Kharagpur : ছাদে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ !ফের ভিনরাজ্যের পড়ুয়ার মৃত্যু Kharagpur IIT -তে

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পড়ুয়া মৃত্যু নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে খড়্গপুর আইআইটি-কে। গত বছর অক্টোবর মাসে মৃত্যু হয় কিরণ চন্দ্রের। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখার পরেই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়র যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ওই পড়ুয়া তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। ঘটনার একবছর কাটতে না কাটতেই ফের রহস্যজনক মৃত্যু IIT Kharagpur -এর ছাত্রীর।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

IIT Kharagpur student Suicide
Kharagpur IIT – তে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সোমব‍ার সকালে সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী হলের ছাত্রছাত্রীরা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে পড়ুয়ার মৃতদেহ। ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। বাড়ি কেরলে। B.Tech (Biotechnology and Biochemical Eng.) চতুর্থ বর্ষের ছাত্রী। খবর দেওয়া খড়্গপুর টাউন থানার পুলিশ কে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

IIT Kharagpur

আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটবে বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য ২০২২ সালে Kharagpur IIT এর লালা লাজপত রায় হোস্টেলের একটি রুম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের পচাগল‍ মৃতদেহ উদ্ধার হয়েছিল। এই ঘটনায় হস্টেল কর্তৃপক্ষ এমনকী পুলিশও প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিল। কিন্তু, প্রথম থেকেই পরিবারের দাবি ছিল তাঁকে খুন করা হয়েছে। অবশেষে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রায় একবছর পর ফয়জানকে খুন করা হয়েছে বলেই চাঞ্চল্যকর তথ্য উদঘাটিত হল। জানা যাচ্ছে, প্রথমে তাঁর মাথায় একটি ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল এবং ঘাড়ে ছুরি মারা হয়েছিল।

তারপর কানের নিচে পিছনের দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। এমন তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছরের মে মাসে ফয়জান আহমেদের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। এরপর গত ২১ মে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রিপোর্ট জমা দিয়েছেন। তাতেই এই তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, সিআইডির অবসরপ্রাপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় কুমার গুপ্ত এই রিপোর্ট দিয়েছিলেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফয়জান আহমেদের মাথায় ও ঘাড়ে আঘাত করার পর বাম কানের নিচে গুলি করা হয়েছিল। সেই কারণে তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

IIT Kharagpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.