Home » Medinipur City College : সর্বভারতীয় IIT JAM পরীক্ষায় নজরকাড়া সাফল্য মেদিনীপুরে সিটি কলেজের

Medinipur City College : সর্বভারতীয় IIT JAM পরীক্ষায় নজরকাড়া সাফল্য মেদিনীপুরে সিটি কলেজের

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চলতি সপ্তাহের মাঝামাঝিতে প্রকাশিত হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM) এর ফলাফল। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষাতে জয়জয়কার মেদিনীপুর শহরের উপকণ্ঠে মেদনাপুর সিটি কলেজের (Midnapore city college) । এই পরীক্ষাতে নজর কাড়া ফল করেছে মেদিনীপুর সিটি কলেজের পড়ুয়ারা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/6. দেশের বিভিন্ন আইআইটি (IIT) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স(Indian Institute of Science)এবং এন আই টি (NIT) তে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রতিবছর আয়োজন করা হয় জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স জ্যামের। চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার জন্য দায়িত্বে ছিল আইআইটি দিল্লী (IIT Delhi)। বায়োটেকনোলজি (biotechnology), জিয়োলজি (Geology), গণিত (Mathematics), Mathematical statistics এর মতো সাতটি বিষয়ে পরীক্ষা দিতে পারেন পড়ুয়ারা।

আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার

3/6. পরীক্ষা শেষে এক মাসেরও বেশি সময় পর চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট পরীক্ষাতে তাক লাগানো ফলাফল মেদিনীপুর সিটি কলেজের। JAM এর রসায়ন বিষয়ে দেশের মধ্যে ২৫ তম এবং অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে মেদিনীপুর সিটি কলেজের রসায়ন অনার্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র অরিন্দম সাহু। অরিন্দম এর বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুরুষোত্তমপুর এলাকায়। অরিন্দমের এহেন সাফল্যে খুশি মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী।

4/6. তিনি বলেন, “এই সাফল্যে ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রমের ফল। ছাত্র-ছাত্রীদের অধ্যবসায় এবং শিক্ষক-শিক্ষিকাদের সঠিক গাইডের পরামর্শেই সাফল্য এসেছে ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানের ফল আরো ভালো হবে।” এছাড়া প্রতিষ্ঠান পড়ুয়া দেবরাজ মিশ্র রসায়ন বিভাগের ৩৬৩ তম স্থান অধিকার করেছেন এছাড়াও শৌণক বিশ্বাস (৬২৯), অর্পণ গুছাইত (১০১১) লাবণ্য ঘোষ (১৫২৭), রাহুল ঘোষ (২২০৪), প্রতলি চক্রবর্তী (১৯৪৭), সৌমেন দাস (২১৯১) স্থান লাভ করেছেন।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

5/6. এদের মধ্যে সৌনক বিশ্বাস আবার গুজরাট গন্ধীনগরের এস আর এই পি , আইআইটি থেকে বৃত্তি নিয়ে স্নাতক স্তরে উচ্চ গবেষণার জন্য নির্বাচিত হয়েছেন অতি সম্প্রতি। যা স্নাতক স্তরে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করেছেন মেদিনীপুর সিটি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপকেরা। অন্যদিকে আবার প্রতলি চক্রবর্তী সাংস্কৃতিক বিষয়ে প্রতিষ্ঠানের কুশলী ছাত্রী। তিনি ভোকাল সংগীত বিষয়ে সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ভোকাল সংগীতে চতুর্থ স্থান অধিকার করেছেন। স্বভাবতই প্রতলির এই যুগ্ম সাফল্যে খুশি তার বিভাগের অধ্যাপক -অধ্যাপিকারাও।

6/6. এছাড়াও গণিত বিষয়ে দেশের মধ্যে ৩৬৪ তম স্থান দখল করে নিয়েছেন মেদিনীপুর সিটি কলেজের ছাত্র শুভদীপ বারিক। গণিত বিষয়ে ৪৫৯৯ স্থান অর্জন করেছেন স্নিগ্ধা দাস নামে প্রতিষ্ঠানের আরেক পড়ুয়া। কলেজ শুরুর কয়েক বছরের মধ্যে এমন সাফল্যে খুশি কলেজের শিক্ষক থেকে পড়ুয়ারা সকলেই। সাফল্যে খুশি প্রতিষ্ঠানের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ। তিনি বলেছেন,” বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে মেদিনীপুর সিটি কলেজের সকলে অত্যন্ত আনন্দিত। আমরা গর্বিত। কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!

আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur City College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.