Home » দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ , উত্তাল দিঘা সমুদ্র

দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ , উত্তাল দিঘা সমুদ্র

by Biplabi Sabyasachi
0 comments

yaas cyclone

আরও পড়ুন ঃ-হঠাৎ পরিস্থিতি বদলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ‘যশ’, দীঘায় এল সেনাবাহিনী

পত্রিকা প্রতিনিধিঃ ‘প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ইয়াস। ওড়িশা ও পশ্চিমবঙ্গে উপকূল এলাকায় লাল সতর্কতা। ক্রমশ এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ যশ'(yass)। বেলা বাড়লে আরও শক্তি সঞ্চয় করে তা অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে ‘যশ’ । তবে তার স্থলভাগের দিকে এগোনের গতি বজায় থাকবে।বুধবার দুপুর ১২টা নাগাদ ওড়িশার ধামরা ও বালেশ্বর ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ‘যশ’। তাছাড়া স্থলভাগে প্রবেশের সময় যশ-এর গতি হতে পারে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতি হতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

ক্রমশ এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৬০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ১০৫ কিলোমিটার দূরে রয়েছে। যশ বেশ দ্রুতই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার গতিপথও আবহবিদদের পূর্বাভাসের সঙ্গে মিলে যাচ্ছে। অতিশক্তিশালী এই ঘূর্ণিঝড় বুধবারই আছড়ে পড়বে স্থলভাগে। এখন মনে করা হচ্ছে দুপুরের আগেই হয়তো আছড়ে পড়তে পারে যশ। ওড়িশার বালাসোরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে যশ।

প্লাবিত দিঘা ,

যার প্রভাব পড়বে এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায়। যা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছেন এখানকার উপকূলবর্তী এলাকার মানুষজন। দিঘায় ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। চলছে বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। দিঘার সমুদ্র সৈকত জনশূন্য। কালো মেঘে ঢাকা পড়েছে দিঘা ও তার আশপাশের এলাকা। এই মুহূর্তে দিঘা থেকে ১০০ কিমি দূরে রয়েছে ইয়াস। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। তবে ইতিমধ্যে সমুদ্রের জল হু হু করে স্থলভাগে ঢুকতে শুরু করেছে।

দিঘায় ভাসছে গাড়ি , নিজস্ব চিত্র

তবে জলের স্রোতে একাধিক মোটরবাইক ও গাড়ি ভেসে গিয়েছে,জলমগ্ন হয়ে পড়েছে গোটা রাস্তাঘাট।তবে দিঘায় ‘যশ’ এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

yaas cyclone

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.