ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আজ পূর্ণিমা । তার আগে উত্তাল দীঘার সমুদ্র। বুধবার সকালে থেকেই দীঘায় মেঘলা আকাশ, মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, আর বিশাল ঢেউ। জলোচ্ছ্বাস দেখতে এদিন সকাল থেকেই পর্যটকরা ভিড় জমিয়েছেন সমুদ্রের পাড়ে। দীর্ঘদিন পর দীঘায় জলোচ্ছ্বাস দেখতে পেলেন পর্যটকরা। এদিন সকাল থেকেই শুরু হয়েছে জোয়ার।
পূর্ণিমার ভরা কোটাল থাকার কারণেই উত্তাল দীঘার সমুদ্র। সেই জলোচ্ছ্বাস উপভোগ করতে উৎসাহী পর্যটকরা সমুদ্রের পাড়ে ভিড় জমিয়েছেন। যদিও এখন দীঘায় পর্যটক কিছুটা কম। এদিকে নিম্নচাপের জেরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহান্তে বদলাতে চলছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকলেও তাপমাত্রা বেশি থাকায় বাড়বে আর্দ্রতা।
তবে, বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী অঞ্চলে। যে কারণে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ ও ১৪ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই মৎস্য দফতরের তরফে উপকূলবর্তী জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে সর্তকতা জারি করা হচ্ছে। বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, মৌসুমী, সাগর-সহ একাধিক এলাকায় মাইকিং চালানো হচ্ছে। একইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছেন তাঁদেরও ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Digha Sea
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore