Home » HS Result 2023 : মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর ! জেলার মুকুটে তৃতীয় , পঞ্চম , যষ্ঠ ও দশম স্থান

HS Result 2023 : মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার জয়জয়কার, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর ! জেলার মুকুটে তৃতীয় , পঞ্চম , যষ্ঠ ও দশম স্থান

by Biplabi Sabyasachi
0 comments

HS Result 2023 : Purba Medinipur is also ahead this year, 95.75 percent students have passed the higher secondary examination.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশিত হল বৃহস্পতিবার। এবছর ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। ছেলেদের মধ্যে পাশের হার ৯১ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭। জেলা ভিত্তিক স্তরে পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। মোট ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। তালিকায় কলকাতা ১০ নম্বরে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

এ রাজ্যে ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তর্গত পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সৌমায়ন জানা। তার প্রাপ্ত নম্বর ৪৯১

এবছরও পাশের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর , ৯৫.৭৫ শতাংশ ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন।উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে এই নিয়ে একটানা ষষ্ঠবার প্রথম স্থান দখল করল এই জেলা। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখলে থাকায় জেলাজুড়ে খুশির হাওয়া। তবে শুধু তাই নয় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় চন্দ্রবিন্দু জেলার তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি। চন্দ্রবিন্দু এর প্রাপ্ত নম্বর -৪৯৪ । অপরদিকে রাজ‍্যে পঞ্চম ভগবানপুর ২ ব্লকের বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের ছাত্র দীপ্তার্ঘ্য দাস।

HS Result 2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় চন্দ্রবিন্দু জেলার তমলুক হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি

দীপ্তার্ঘ্যের প্রাপ্ত নম্বর ৪৯২ । দীপ্তার্ঘ্যের পিতা মলয় দাস একটি ছোট ব্যবসা চালান। মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।ছেলের ফলাফলে খুশি যেমন মা-বাবা,তেমনই খুশী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র মহাশয় দীপ্তার্ঘ্যের উজ্জ্বল ভবিষ্যত প্রার্থনা করেছেন। পাশাপাশি এ রাজ্যে ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তর্গত পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সৌমায়ন জানা।তার প্রাপ্ত নম্বর ৪৯১। তার এই রেজাল্টে খুশি স্কুল থেকে শুরু করে পরিবার ও প্রতিবেশীরা।তার এই রেজাল্টে প্রত্যেক শিক্ষক ও পরিবারের অবদান রয়েছে বলে জানান সৌমায়ন।

রাজ‍্যে পঞ্চম ভগবানপুর ২ ব্লকের বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের ছাত্র দীপ্তার্ঘ্য দাস। দীপ্তার্ঘ্যের প্রাপ্ত নম্বর ৪৯২ ।

আরও পড়ুন : বাবা-মা হোটেল চালান! অভাবের সঙ্গে লড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু

আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে র‍াজ্যে নবম পশ্চিম মেদিনীপুরের তুহিন, প্রাপ্ত নম্বর ৪৮৮

অন‍্যদিকে এরাজ‍্যে দশম হয়েছেন রামনগর ২ ব্লকের কালিন্দি ইউনিয়ন হাইস্কুলের ছাত্র শেখ সইফ উদ্দিন আহমেদ , তার প্রাপ্ত নম্বর ৪৮৭। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে। সেইমতো ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হল। বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া

আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

HS Result 2023

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.