ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খাবারের খোঁজে বাড়িতে হানা দাঁতালের। ভাঙল দুটি বাড়ি। ঘটনাটি রবিবার রাতে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানার পুটকি এলাকায়। ওই এলাকায় জমিতে কোনো খাবার নেই। ফলে হাতির নজর গৃহস্থের বাড়ির ধান, চালে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। রাতে নজরদারি চলছে বনকর্মীদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তার মধ্যেও দলছুট দাঁতালদের তাণ্ডব অব্যাহত। বন দফতর থেকে জানা গিয়েছে, একটি দলছুট দাঁতাল হাতি গভীর রাতে খাবারের খোঁজে হানা দিয়েছিল ওই বাড়িগুলিতে। বাড়িতে ধান, চালের গন্ধ পেয়ে দেওয়াল ভেঙে ফেলে শুকলাল চালক ও সুকুমার রানার। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে কুন্ডলবনী এলাকায় চলে যায়। পরিবারের সদস্যদের কোনোরকম ক্ষতি হয় নি। সকালে চাঁদড়া রেঞ্জের বনকর্মীরা পরিদর্শন যান।
আরও পড়ুন : শাসক দলের গোষ্ঠী কোন্দল চরমে, কেশপুরে দলীয় কার্যালয়ে তালা
আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দেবের জেঠুর, পরিবারে শোকের ছায়া
সরকারী নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জে ব্যাপক তাণ্ডব হাতির। বাড়ি ভাঙার পাশাপাশি ঘটছে মৃত্যুর ঘটনাও। শনিবার সন্ধ্যায় হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি সাঁকরাইলের খুদমরাই এলাকায়। মৃত যুবকের নাম হীরক মাহাত (আনুমানিক 20)। বাড়ি আতাডিহা গ্রামে। ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়।
আরও পড়ুন : কেশপুরে ‘বরের’ বাড়ি ঘেরাও করল কন্যাশ্রীরা
আরও পড়ুন : আকাশে অদ্ভুত আলোর ছটা! ‘ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ’, হদিস মিলল Indian Defence সূত্রে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Trinamool Group Clash
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper