বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন মাতকাতপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ এর কাজ শুরু হলেই ভাঙ্গা পড়বে জাতীয় সড়কের জায়গা দখল করে থাকা শতাধিক ব্যবসায়ীর দোকান। মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কথা শুনে এলাকায় মার্কেট কমপ্লেক্স করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বুধবার দুপুরে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে বীরেন্দ্র সেতু বেরোনোর পরেই মাতকাতপুরে করে দাঁড়িয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

সেই সময়ে স্থানীয় ব্যবসায়ীরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সাথে। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে জানান, ব্যবসায়ীদের উচ্ছেদ করলে বড় সমস্যায় পড়বেন তারা। এরপরই রীতিমতো জেলাশাসক কে ডেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ২০২৬ সালের নির্বাচনের পর এলাকায় তৈরি করতে হবে একটি মার্কেট কমপ্লেক্স। যেখানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন : দেড় মাস ধরে জলবন্দি ঘাটাল! কেন্দ্রকে দুষলেন মমতা

উল্লেখ্য,১৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জাতীয় সড়কের জায়গার উপরে থাকা বেশ কয়েকটি দোকান চিহ্নিত করে তাদের ক্ষতিপূরণ দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে যে সমস্ত দোকান উচ্ছেদের আওতার মধ্যে আসতে পারে তাদের সকলে এখনো পায়নি ক্ষতিপূরণ। আর এই আশঙ্কাতেই দিন কাটছিল ব্যবসায়ীদের। প্রতিশ্রুতি মতো আদৌও কি ব্যবসায়ীদের জন্য মার্কেট কমপ্লেক্স গড়ে দেওয়া হবে! সেটাই এখন দেখার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Highway protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspape