Home » Heavy Rain : রাতভর প্রবল বৃষ্টি! ঘাটালে ভাঙল কাঠের সেতু, জলমগ্ন হাসপাতাল সহ বেশ কয়েকটি এলাকা

Heavy Rain : রাতভর প্রবল বৃষ্টি! ঘাটালে ভাঙল কাঠের সেতু, জলমগ্ন হাসপাতাল সহ বেশ কয়েকটি এলাকা

by Biplabi Sabyasachi
0 comments

Heavy Rain : কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে জল থইথই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। হড়পা বানে ভাঙল কাঠের সেতু। অপরদিকে ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন,জল পেরিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে রোগী থেকে পরিজনদের।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে জল থইথই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। হড়পা বানে ভাঙল কাঠের সেতু। অপরদিকে ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন,জল পেরিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে রোগী থেকে পরিজনদের।রবিবার ভোর রাতে হঠাৎই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি।জলে ভাসলো দোকান বাড়ি থেকে চাষের জমি তবে বৃষ্টি হওয়ায় খুশি কৃষকেরা।

রবিবার ভোর রাতে ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমেছে জল। জল পেরিয়ে ভোগান্তির পারাপার রোগীর আত্মীয় থেকে স্বাস্থ্যকর্মীদের।ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর থাকা একটি কাঠের সেতু হড়পা বানে জলের তোড়ে ভেঙে পড়ে।যার জেরে পার্বতীচক,দীর্ঘগ্রাম সহ বেশকয়েকটি গ্রামের মানুষ নদী পারাপারে সমস্যায় পড়েছে।

পাশাপাশি ঘাটাল পৌরসভার ১৩,১৫,১৬ ও১৭ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা বৃষ্টির জলে ডুবে রয়েছে।ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম,বিদ্যাসাগর স্কুল মাঠ জল থৈ থৈ।ঘাটাল পৌর এলাকায় বেহাল নিকাশি নালার অভিযোগ তুলছে এলাকাবাসী।অপরদিকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে চন্দ্রকোনা ১ নং ব্লকের নিচন্যা গ্রামে জল ঢুকলো বাড়ি ও দোকানে। চন্দ্রকোনা ২ নং ব্লকের কদমতলা এলাকায় জলে ডুবল দোকান রাস্তা ঘাট।

শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন কৃষকেরা। জলের অভাবে আমন ধান চাষের কাজ আটকে ছিল। সেচের মাধ্যমে কিছু জমিতে চাষ করা সম্ভব হলেও অধিকাংশ জমি পড়েছিল জলের অভাবে।ভারী বৃষ্টি হওয়ায় আমন ধানের চাষ সম্ভব হবে বলে খুশি কৃষকেরা।তবে অতি বৃষ্টির জেরে বেশ কয়েকদিন ব্যাহত হবে চাষের কাজ বলে জানাচ্ছেন কৃষকেরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Heavy Rain

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.