Home » টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল হলদিয়ার যুবকের

টুলু পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল হলদিয়ার যুবকের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে গেল। যে ফুল রাতের অন্ধকারে ফোটে !সে জানেনা সকালে মন্দিরে যাবে, জন্মদিন, বিবাহবার্ষিকী,বা শ্মশানে যাবে । একটি তরতাজা যুবক বয়স ১৫ মাধ্যমিক পরীক্ষা এই বৎসরের দিয়ে ছিল। তরতাজা যুবক পাশের গ্রামের স্কুলে পড়াশোনা করতেন। লকডাউনের জেরে বাবার কাজকর্ম বন্ধ। স্কুল বন্ধ,তাই বাবার সাথে কাজ কর্ম দেখার জন্য স্থানীয় একটি গোডাউনে সিভিলের কাজ করতে গিয়েছিল। কাজ করে সবাই বাড়ি চলে গিয়েছিল। কিন্তু সিভিলের কাজে কংক্রিটের দেওয়ালে বারেবারে জল দিতে হয়। সেটা তার মাথায় ছিল তাই বিকালে টুলু পাম্প চালিয়ে দিতে গিয়েই টুলু পাম্পের তারে বিদ্যুতিক তারে হাত লেগে যায়। যা ঘটলো মর্মান্তিক বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলেটি কখন লুটিয়ে পরল সে কেউ জানেই না। বাড়ি থেকে বারবার ফোন সিকিউরিটি দেখতে পায় ছেলেটি পড়ে রয়েছে। পাশে মোবাইলে রিং হয়েই চলছে। সিকিউরিটি দেখতে পায় কোনরকম বাস দিয়ে বিদ্যুতের তার ছিন্ন করে তাকে তুলে আনা হয় বাড়ির লোককে খবর দেওয়া হয়। তখন সবটাই শেষ। ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভার ডিঃঘাসিপুর ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডে। নাম শেখ সামীম বয়স ১৫ স্থানীয় কাউন্সিলর আজগর আলি (পল্টু) পরিবারের সকল কে সমবেদনা জানান। ওয়ার্ড এর সমস্ত ওয়ার্ড কমিটির সদস্য ছুটে আসেন। প্রাক্তন কাউন্সিলর শেখ মজাফফর ঐ পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। পরিবারের সকলের সমবেদনা জানালেন। স্থানীয় ভবানীপুর থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহাকুমার হাসপাতাল পাঠিয়েছে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.