0
পত্রিকা প্রতিনিধি: রাতের অন্ধকারে অতর্কিতে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকায় হামলা চালালো দলমার দাঁতাল। স্থানীয় গ্রামবাসীরা জানান, চিলগোড়া, পুটকি গ্রামে খাবারের খোঁজে হঠাৎই বাড়িতে হানা দেয়, পরপর ৬ টি বাড়িতে তান্ডব চালায় হাতির দল। শনিবার রাত্রি দু’টা নাগাদ একটি হাতি জঙ্গল ছেড়ে ঐ এলাকায় ঢুকে বাড়ি ভাঙে। কোনো রকমে প্রাণে বাঁচেন পরিবারের লোকজন। সরকারী নিয়ম অনুসারে ক্ষতিপূরণের আশ্বাস বনদফতরের।