0
পত্রিকা প্রতিনিধি: কংসাবতী নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল গুড়গুড়িপাল থানার পুলিশ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকায় কংসাবতী নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ঐ মৃত ব্যক্তি মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বনশোল এলাকার। নাম কাদু হেমব্রম (৬৩)। গত চব্বিশে জুন থেকে গবাদি পশু চরাতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ঐ ব্যক্তি। অনেকেই অনুমান করছেন, মদ্যপ অবস্থায় নদীতে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।