ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মমতার নির্দেশে সাংগঠনিক সমস্যা মেটাতে উদ্যোগী হলো ঘাটাল তৃণমূল। গত ২৭ মে শালবনীর সভা থেকে মমতা বলেছিলেন,” ঘাটাল কে দেখে? ঘাটালটা প্রবলেম আছে, সেটা দেখতে হবে, দেবকেও একটু ডাকবেন।” পরে ২৮ মে অভিষেক ব্যানার্জীর ঘাটাল সফরের দিন দলীয় কর্মীরা তাঁর কনভয় আটকে ক্ষোভ দেখিয়েছিলেন দলেরই নেতার বিরুদ্ধে। দলীয় শৃঙ্খলা ভেঙে ক্ষোভ দেখাতে গিয়ে বুথ সভাপতি বহিষ্কার হওয়ার পরেই সেই ভিডিও এখন ভাইরাল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমুলের ব্লক স্তরের নেতার বিরুদ্ধে অভিষেকের কাছে সোচ্চার হচ্ছেন বুথ সভাপতি। দু’দিনের দুটি ঘটনায় ঘাটালে তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে যা স্পষ্ট হয়েছে জনমানসে। দলীয় একসূত্রে জানা গেছে ,বুথ সভাপতিকে বহিষ্কার করার পরেই ঘাটালের আসল সমস্যা ঠিক কি তা নিয়ে খোঁজ নিয়েছেন অভিষেক স্বয়ং। সব মিলিয়ে ঘাটাল তৃণমূলের সাংগঠনিক সমস্যায় নজর দিয়েছেন স্বয়ং সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী। ফলত ঘাটাল তৃণমূলের ঘর গোছাতে তৎপর হতে বাধ্য হয়েছে উর্দ্ধতন নেতৃত্ব।
Ghatal Trinamool
শালবনীর সভায় তৃণমূলের নেত্রী ঘাটালের সাংসদ দেবের নাম নেওয়ায় দেব চলতি মাসের মাঝামাঝি সময়ে ঘাটালে আসবেন বলে জানা গেছে। দলীয় নেতাদের নিয়ে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের ফলাফলে জিততে পারেনি ঘাটাল, তৃণমূল প্রার্থী শঙ্কর দোলইকে হারিয়ে ঘাটালের বিধায়কের আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। ফলাফল অনুযায়ী ঘাটাল বিধানসভায় কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। এই ভরাডুবির পিছনে পরাজিত প্রার্থী বরাবরই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা
আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়
শঙ্কর দোলই বিভিন্ন মহলে জানিয়েছেন,তিনি হারেননি ।দলেরই নেতারা পিছন থেকে তাঁকে হারিয়েছেন। যদিও একশ্রেণির রাজনৈতিক বিশ্লেষকদের মতে ,এই হারের পিছনে রয়েছে বুথ স্তরের কিছু তৃণমূল নেতার ঔদ্ধত্য, দুর্ব্যবহার, মাতব্বরি এবং দুর্নীতি। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েও দলের নিচুতলার শুদ্ধিকরণ এখনো পর্যন্ত দল করতে পারেনি বলে মত দলেরই একাংশের। সব মিলিয়ে ঘাটাল তৃণমূলে সাংগঠনিক দুর্বলতায় জোর দিতে এবার উদ্যোগী মমতা। জুনের মাঝামাঝি সময়ে সাংসদ দেবের উপস্থিতিতে দলের নানান পর্যালোচনা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন : শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, করলেন দুই আদিবাসী কন্যার নামকরণ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Ghatal Trinamool
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper