পত্রিকা প্রতিনিধি: মাটি ফেটে বেরোচ্ছে গরম জল ও বাষ্প।তবে কি কোন অশনি সংকেত ? না উষ্ণ প্রস্রবণ ? পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সংলগ্ন শ্রীপুর ও ধূপচড়া এলাকায় এরকমই চিত্র উঠে এল।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই এলাকায় বেশ কয়েকটি জায়গাতেই মাটি ফেটে বেরিয়ে আসছে গরম জল ও বাষ্প ।এর ফলে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্কের সৃষ্টি হয় ।ঘটনাস্থলে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিশ বাহিনীর সাথে এসে পৌঁছালে তিনি দেখে বলেন ‘আমি ছবি তুলে বিশেষজ্ঞদের পাঠিয়েছি , বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ‘। জনৈক স্থানীয় বাসিন্দা জানান, ‘এলাকায় গত ৪-৫ দিন যাবৎ এমন ঘটনা ঘটছে ।যে জায়গা থেকে গরম জল ও বাষ্প বেরিয়ে আসছে সেটি সংলগ্ন ৪-৫ হাতের পরিধি ব্যাসার্ধের জায়গা ব্যাপক গরম হয়ে রয়েছে । আমি এরকম ঘটনা আগে কোনদিন দেখিনি ‘।
2
previous post