Home » Ghatal Master Plan : দেব, জুন ও ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার : মমতা বন্দ্যোপাধ্যায়

Ghatal Master Plan : দেব, জুন ও ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার : মমতা বন্দ্যোপাধ্যায়

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারীর সমর্থনে পিংলার মুন্ডুমারী এলাকায় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১টা নাগাদ একাধিক ইস্যুতে মঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি। প্রার্থীকে হাত ধরে তুলে ভোট প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেবের রাজনীতি ছাড়া প্রসঙ্গে সম্প্রতি যে জল্পনা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গে তিনি বলেন, “দেব আমাকে বলেছিল দিদি আমার অনেক কাজ রয়েছে আমাকে এবার ছেড়ে দিন। আমি বললাম তোমাকে আমি ছাড়বো না।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal Master Plan
নিজস্ব চিত্র

আমি ওকে আটকে রেখেছি ছাড়িনি। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না। ও শুধু আমাদের হয়ে কাজ করছে তা নয়। বাংলার অনেক জায়গায় গিয়ে প্রচার করছে। ওকে অনেক অভিনন্দন শুভেচ্ছা থাকবে।” হাইকোর্টের নির্দেশে চাকরিহারা প্রসঙ্গে এদিন তিনি সুর আরও চড়িয়েছেন। তিনি বলেন, “যারা ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেবো? সব মানুষ এক হন। কারও চাকরি এভাবে খাওয়া যায় না। ২৬০০০ শিক্ষক চলে গেলে বিদ্যালয়গুলোতে পড়াবে কারা? আপনারা কি চান আরএসএস-কে স্কুলের দায়িত্ব দিতে? আমরা শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আরএসএসকে। লজ্জা করে না? ১০ লক্ষ চাকরি রেডি রেখেছি শুধু বিজেপির জন্য করতে পারছি না।

বিজেপি, সিপিআইএম, কংগ্রেস চলে যাচ্ছে, কয়েকজন বসে আছে, যা লিখে দিচ্ছে সেটাকেই অর্ডার করে দিচ্ছে। বহু কেস পড়ে রয়েছে সেসবের বিচার হয় না। শুধু বিজেপি করলেই বেল, খুন করলেও বেল। তৃণমূল করলে জেল। তবু বলব যারা এর মধ্যে ভালো আছেন তারা বিষয়টা দেখুন।” ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু আরও একবার মনে করিয়ে তিনি বলেন, “কপালেশ্বর-কেলেঘাই নিয়ে প্রত্যেকদিন মানস ভূঁইয়া চিৎকার করত আমি দেখেছি। ৭০০ কোটি টাকার পরিকল্পনা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার দেব, জুন, ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা কর্মশ্রী চালু করছি। ৫০ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে গেলাম।

জবকার্ড হোল্ডাররা কাজ পাবে বাংলার সরকার টাকা দেবে।” গরমের সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পিংলার সভা থেকে বলেন, “আমরা চাইনা মানুষের কষ্ট হোক। ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে? আসুন বীরভূম জেলায় দাঁড়ান। এসি ঘরে নয় রোদ্দুরে আপনাকে দেখতে হবে। সব জায়গায় উত্তাপ বাড়ছে আর তার মধ্যে মানুষকে পুড়ে তিন মাস ধরে নির্বাচন করতে হবে।” একইসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় কঙ্কাল কান্ড ইস্যুতে তিনি বলেন, “বহু মানুষকে সিপিএম নেতারা কুপিয়ে খুন করে নদীতে ফেলে দিয়েছে। হুগলিতে, লালগড়ে, কেশপুরে কত মানুষকে মেরেছে। সবচেয়ে বড় ডাকাতি করে গেছে সিপিএম, এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। বিজেপির এখন দুটো চোখ একটা সিপিএম, একটা কংগ্রেস।

Ghatal Master Plan

এরা জানেনা বাংলার ভোটে ভারত সরকার হবে না। আমাদের ভোটে ইন্ডিয়া জোট ভারত সরকার তৈরি করবে। তোমরা কিছুই করতে পারবে না। আগে সিপিএম একটা তো আসন পেয়ে দেখাও, তারপরে না হয় জোট করবে। তুমিই বা ইন্ডিয়া জোটের কে? আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত।” এদিন পিংলার সমাবেশ সেরে হেলিকপ্টারে করে রওনা দেন গড়বেতা উচ্চ বিদ্যালয় মাঠে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সমাবেশ করতে। সমাবেশে ও একই রকম বক্তব্য রাখেন তিনি।এদিন বক্তব্যে পরিযায়ী শ্রমিকদের জন্য অতিরিক্ত পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যসাথীতে পাঁচ লক্ষ টাকা করে পরিবার প্রতি আপনারা পাচ্ছেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন ভোটটা দয়া করে আপনারা দিতে বলবেন। আমরা চাই বাইরে যারা রয়েছে তাদের আরেকটা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী করে দেবো যাতে ওরা বাইরে বিপদে পড়লে চিকিৎসা করাতে পারে। কারন আমি জানি মেদিনীপুরের লোকেরা খুব ভালো সোনার কাজ করে, হাতের কাজ ভালো করে। মনে রাখবেন মানুষ বিপদে পড়লে কেউ আর না থাকুক আমরা থাকছি। সিপিএম, কংগ্রেস ও বিজেপি নেতারা মনে রাখবেন মানুষ আপনাদের ক্ষমা করবে না। এতগুলো লোকের চাকরি খেয়েছেন। এই অসহায় মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। আপনারা সবাই দাঁড়াবেন। ওদের মনোবল শক্ত করতে হবে। ওরা যাতে হতাশ না হয়ে যায়। আমি তো পাশে আছি, সবাই পাশে থাকবো।”

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal Master Plan

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.