পত্রিকা প্রতিনিধি : করোনা সংক্রমন দিনের পর দিনই বেড়েই চলেছে আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে প্রতিনিয়তই।কিন্তু তার মাঝেও সুস্থতার খবর আসছে প্রতিদিনই হাসপাতাল তরফে।যা এই মহূর্তে সস্তির নিঃশ্বাস পূর্ব মেদিনীপুরবাসীর জন্য।মঙ্গলবার বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতাল থেকে আজ আবারো ৪০ জন করোনা রুগীর সুস্থতার খবর পাওয়া গিয়েছে।যার কারনে একটু হলেও আশার আলো দেখছেন এলাকাবাসীরা।হাসপাতাল তরফে জানা গিয়েছে ওই ৪০জনের মধ্যে সকলের বয়স ২০- ৬০ বছরের মধ্যে।ওই ৪০জন করোনা রুগীর মধ্যে রয়েছেন দীঘার ২ জন,কোলাঘাটের ১০জন ,তমলুক-৭,মহিষাদল-৩,পাঁশকুড়া-৭,ময়না-১,এগরা-৪,মেছেদা-২,হলদিয়া-৪। এই ৪০ জন সুস্থতার খবরে কিছুটা হলেও সস্তির নিঃশ্বাস ফেলছেন পূর্ব মেদিনীপুর বাসী।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আজ পর্যন্ত বড়মা করোনা লেভেল থ্রি হাসপাতাল থেকে ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।এই মহূর্তে ১০৭ জন করোনা রুগী চিকিৎসাধীন।
0
previous post