Forest workers and police sent back to block the way of hunters in Paschim Medinipur! Patrolling the forest path.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুলিশ, বনকর্মী ও বন সুরক্ষা কমিটির সদস্যদের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা। জঙ্গলমহলে প্রথম দিনই শিকারিদের রাস্তা থেকে ফেরত পাঠিয়ে স্বস্তিতে বনদপ্তর ও পুলিশ। সোমবার মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের চিলগোড়ার জঙ্গলে ছিল শিকার উৎসব।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Hereবাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
ভোর থেকেই বিভিন্ন রাস্তায় নাকা চেকিং করে গুড়গুড়িপাল থানার পুলিশ ও বনকর্মীরা। জঙ্গলের মাঝেও চলে টহল। বন সুরক্ষা কমিটির সদস্যদেরও নজরদারি ছিল জঙ্গল পথে। ঝাড়গ্রাম জেলা থেকে ধেড়ুয়া এলাকায় শিকারিরা পৌঁছালে তাদের পথ আটকায় বনকর্মীরা ও পুলিশ। ওখান থেকেই তাদের ফেরত পাঠানো হয়। তবে পুলিশ ও বনদপ্তরের চোখকে ফাঁকি দিয়েও একদল শিকারি ঢুকে পড়েছিল জঙ্গলে।
Paschim Medinipur
আরও পড়ুন : বাঁদরের কামড়ে মেদিনীপুর সদরে জখম যুবক, ভর্তি হাসপাতালে
টহলের সময় পুলিশ ও বনকর্মীদের দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায় তারা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরে তুলনায় এদিন শিকারি নেই বললেই চলে। তবুও লুকিয়ে যারা ঢুকেছিল পুলিশ ও বনকর্মীদের টহলে তারাও জঙ্গল ছেড়ে পালিয়েছে। অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণ রুখে দিয়ে সাফল্যের দাবি বন দফতর ও পুলিশের।
আরও পড়ুন : “তৃণমূল নেতাদের রাঁধুনি হলে ৬০ লক্ষের মালিক হব”, শালবনীতে কটাক্ষ সুকান্ত মজুমদারের
আরও পড়ুন : ছাত্রছাত্রীদের জন্য বিরাট খবর ! আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হতে চলেছে ৪ বছরের স্নাতক ডিগ্রী কোর্স
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper