বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মার্চের শেষ সপ্তাহ থেকে জঙ্গলমহলে শুরু হচ্ছে শিকার উৎসব। তাতে বহু বন্যপ্রাণ হত্যা করা হয়। পুরোনো প্রথা অনুসারে আদিবাসীরা এই শিকারে অংশগ্রহণ করে। বিভিন্ন জেলা থেকে তীর-ধনুক, বর্শা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে শিকারের নির্দিষ্ট স্থানে গাড়িতে করে তারা পৌঁছায় রাতের অন্ধকারে। তাদের আটকাতে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করে বনদপ্তরের কর্মীরা। তাতেও অনেক সময় আটকানো সম্ভব হয়নি। অনেকে ঘুর পথে জঙ্গলে প্রবেশ করে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/5. এবার বনদপ্তরও তাদের কৌশল বদলে ফেলেছে। একদিকে শিকারের নির্দিষ্ট জঙ্গলে বনকর্মী ও পুলিশি টহলের পাশাপাশি নাকা পয়েন্টে গাড়ি আটকানো হবে, অন্যদিকে যেসব গাড়িগুলি শিকারের জন্য ব্যবহৃত হবে তাদের ছবি ও নম্বর সংগ্রহ করে আইনি নোটিশ পাঠানো হবে গাড়ির মালিকের কাছে। অনেক সময় দেখা গিয়েছে, শিকারস্থলে গাড়ি আটকালে সমস্ত শিকারিরা একজোট হয়ে আন্দোলন শুরু করে। যার ফলে বাধ্য হয়ে সেই গাড়িকে ছেড়ে দিতে হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “বন্যপ্রাণ শিকার কার্যে গাড়ি ব্যবহার করলে, সেই গাড়ির মালিকদের আইনি নোটিশ পাঠানো হবে।” বন্যপ্রাণ শিকার আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে মেদিনীপুর বনবিভাগ।
3/5. রবিবার সকাল থেকে মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতা প্রচারে বনকর্মীরা। রাস্তায় বের হলো ঐরাবত গাড়ি। প্রতিবছরই মেদিনীপুর সদরের জামশোল ও চাঁদড়ার জঙ্গল এলাকায় আদিবাসীরা শিকার উৎসবে মেতে ওঠে। গত কয়েক বছর ধরে বনদপ্তর সেই শিকার থেকে তাদেরকে সরিয়ে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। যা নিয়ে সংঘাত পরিস্থিতিও তৈরি হয়েছে। তাই আগাম সতর্কতা প্রচারের উদ্যোগ বনদপ্তরের।
4/5. বনদপ্তরের মেদিনীপুর রেঞ্জের পক্ষ থেকে রবিবার সকাল থেকেই মেদিনীপুর স্টেশন, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, জনবহুল বাজার, জঙ্গলমহলের ধেড়ুয়া, চাঁদড়া, কনকাবতী, মনিদহ এলাকাতেও মাইকিং করে প্রচার শুরু করেছে বনদপ্তর। জানিয়ে দেওয়া হয়েছে, শিকার উৎসবের নামে কোনো ভাবে বন্যপ্রাণ হত্যা করা চলবে না। এমনকি অস্ত্র নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশে ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : মেলা দেখতে গিয়ে বচসা! নারায়ণগড়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
আরও পড়ুন : পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ড্রাইভার সহ ২
5/5. ওই বন আধিকারিক জানিয়েছেন, “কোনভাবেই যাতে শিকারের নাম করে বন্যপ্রাণ হত্যা না হয় তার জন্য বিভিন্ন ভাবে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। অনেকেই শিকার উৎসবের আগে জঙ্গলের ভেতরে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন লাগিয়ে বন্যপ্রাণীদের একত্রিত করে শিকার করার চেষ্টা করে। অনেকেই আবার মজা করে আগুন লাগানোর ঘটনা ঘটিয়ে থাকে জঙ্গলে। পরে গাছ পুড়ে মারা গেলে সেখান থেকে কাঠ সংগ্রহ করে থাকে। এই সমস্ত বিষয়ে সাবধান করা হয়েছে সকলকে। ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন : হাওড়া লোকালে শিক্ষককে বেধড়ক মার দুষ্কৃতীদের! মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : নকল সিও নিয়ে বালি পাচারে গুড়গুড়িপালে গ্রেপ্তার চার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest department
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper