Fire from short circuit at Midnapore Hospital. The family members of the patient became terrified.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শর্ট সার্কিট থেকে আগুন লাগাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন বিল্ডিং-এ। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাসপাতালের নতুন বিল্ডিং তথা ইন্টিগ্রেটেড ক্লিনিক্যাল বিল্ডিংয়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লিফটের পাশে থাকা একটি বড় ইলেকট্রিক বোর্ডে হঠাৎ শব্দের পর ধোঁয়া ও আগুনের ঝলকানি দেখতে পান সকলে। ভিড়ে ঠাসা রোগীর পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েন তা দেখে। হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। হাসপাতাল মারফত খবর চাই দমকলের কাছে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুটি ইঞ্জিন।
হাজির হন হাসপাতালের অন্যান্য কর্মীরা। নিজেদের চেষ্টাতেই ইলেকট্রিক বন্ধ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব কুমার গোস্বামী জানিয়েছেন, “একটা ইলেকট্রিক বোর্ড থেকে ফ্লাশিং হয়েছিল। কারো কোনো ক্ষতি হয়নি। তবে একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোগীর পরিবারের লোকজন।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore