বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: রাতের অন্ধকারে খামারের মজুত ধানে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় চার বিঘে জমির ধান। ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক পরিবার। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডল মাঠ থেকে পাকা ধান কেটে খামারে মজুত করে রেখেছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : মেদিনীপুরে কাদের নাম SIR খসড়া তালিকায় বাদ! দেখে নিন এক নজরে
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই সেই খামারের ধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে যায় স্বপন মণ্ডল ও এলাকার বাসিন্দাদের। রাতেই সকলে ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে বেশিরভাগ ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

স্বপন মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক স্বপন মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Farm fire
Biplabi Sabyasachi Largest Bengali Newspape