Fancy initiative! The “Winners Squad” team was formed at Contai in East Midnapore for the safety of women
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সারা দেশের পাশাপাশি রাজ্যেও প্রায়ই প্রতিনিয়ত প্রতিনিয়ত নারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।তাই নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরে রাজ্যের সব জেলাতে তৈরি হয়েছে মহিলাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্যই মহিলা পুলিশের স্কোয়াড। গত একমাস বেশি সময় ধরে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় তৈরি হচ্ছে, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশের “উইনার্স স্কোয়ার্ড” টিম।
আরও পড়ুন:- শালনবীতে জঙ্গলে পুজো দিয়ে বন্যপ্রাণী শিকার না করেই ফিরলেন শিকারিরা! খুশি বনদফতর ও পুলিশ প্রশাসন
আরও পড়ুন:- বেপরোয়া বালিগাড়ি ও পথ কুকুরের দৌরাত্ম্যে মেদিনীপুর শহরে মৃত্যু হল দুই যুবকের
আর সেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গত একমাস ধরে মহিলা কনস্টেবলের এক দলকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই স্কোয়ার্ড টিমের উপযোগী তৈরি করা হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে ১০ টি মোটরসাইকেল। আর সেই মতো মঙ্গলবার কাঁথিতে জেলা পুলিশ সুপার অমরনাথ কে মহিলা স্কোয়াড শুভ উদ্বোধন করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না, উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও পটাশপুরে বিধায়ক উত্তম বারিক, কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা।
Winners Squad
আরও পড়ুন:- মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী পদে রদবদল,পশ্চিমে মামনি, পূর্বে মধুরিমা ও ঝাড়গ্রামে বিরবাহা
আরও পড়ুন:- মহিষাদলে রেলের জায়গাতে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্ষোভ এলাকাবাসীর
উল্লেখ্য, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর ৭৮৬৫০৩২৯৭৮। আর এই নাম্বারে কল করে অভিযোগ জানানোর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে মহিলা পুলিশের এই বিশেষ টিম। আপাতত দুটো টিম তৈরি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। একটি থাকবে সৈকত শহর দীঘায়। অপরটি থাকবে কাঁথি পৌরসভা এলাকায়। তবে এই বিশেষ মহিলা পুলিশ স্কোয়ার্ড টিম চালু হলে আগামী দিনে মহিলারা বাড়তি নিরাপত্তা পাবে, এমনটাই মনে করছেন সকলে।
আরও পড়ুন:- অর্থের অনুমোদন এলেই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পুণরায় শুরু হবে, তদ্বির বিধায়কের
এপ্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথকে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে মহিলার স্কোয়াড চালু হল। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম কাছে থেকে এই পরিষেবা চালু হল। ১০ টি গাড়ি চালু থাকবে। কাঁথি পুরসভার জন্য থাকলে ৫ টি গাড়ি ও সৈকত নগরীর দিঘা জন্য থাকবে আরও ৫ টি গাড়ি। তমলুক ও হলদিয়া এক মাসের মধ্যে পরিষেবা চালু হবে। বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।”
আরও পড়ুন:- ঝাড়্গ্রামের মানিকপাড়া কলেজে অধ্যক্ষকে ঘরবন্দি করে বিক্ষোভ! অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Winners Squad
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore