Tribal Organizations Protest
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সাত দিনের মধ্যে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বহিষ্কার চাই এমনই দাবি নিয়ে আদিবাসী সংগঠনের রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ পথঅবরোধ অব্যাহত আদিবাসী সংগঠনের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা কর্মীরা। তাদের দাবি রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে অবিলম্বে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চাইতে হবে।
Tribal Organizations Protest
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগের দিনে অবরোধ আদিবাসী সমাজের
তা না হলে তাদের এই অবরোধ বিক্ষোভ লাগাতার বিভিন্ন জায়গায় চলবে বলেও দাবি সংগঠনের নেতাদের। ক্ষীরপাই হালদারদিঘি মোড়ের সাথে একাধিক রাজ্যসড়কের সংযোগ,একদিকে ঘাটাল-চন্দ্রকোনা অপরদিকে ক্ষীরপাই-আরামবাগ সড়কের যোগাযোগ রয়েছে। এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি রাজ্যসড়কে। ঘটনাস্থলে রয়েছে চন্দ্রকোনা থানার পুলিশ।
আরও পড়ুন : ভীমপুরে হাতির তাণ্ডব, রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ
আরও পড়ুন : মৎস্যজীবিদের জালে বিরল প্রজাতির মাছ দীঘায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tribal Organizations Protest
– Biplabi Sabyasachi Largest Bengali