Home » Eviction Notice : ৪০০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ যেন বিনা মেঘে বজ্রপাত শালবনীতে, জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জন অধিকার সুরক্ষা কমিটির

Eviction Notice : ৪০০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ যেন বিনা মেঘে বজ্রপাত শালবনীতে, জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জন অধিকার সুরক্ষা কমিটির

by Biplabi Sabyasachi
0 comments

Eviction Notice : পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রায় ৪০০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। যা বিনা মেঘে বজ্রপাতের চেয়েও নিষ্ঠুর ও নির্মম বলে আখ্যা জন অধিকার সুরক্ষা কমিটির। তবে বিষয়টি নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ এবং উচ্ছেদ যাতে না হয় তা জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জন অধিকার সুরক্ষা কমিটি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রায় ৪০০০ পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। যা বিনা মেঘে বজ্রপাতের চেয়েও নিষ্ঠুর ও নির্মম বলে আখ্যা জন অধিকার সুরক্ষা কমিটির। জানা গিয়েছে, ১৯৪২ সালে ছিল রয়াল এয়ারফোর্সের যুদ্ধ বিমান ঘাঁটি। ১৯৪৬ সাল পর্যন্ত তা সক্রিয় ছিল। তারপর থেকে অপরিত্যক্ত অবস্থায় পড়েছিল কয়েক হাজার একর জমি।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : নাবালিকাকে গোপনাঙ্গ দেখিয়ে উত্যক্ত করার শাস্তি ! যুবককে বেধড়ক মার গ্রামবাসীর

প্রতিরক্ষা মন্ত্রকের এই জমিতে পরে গড়ে ওঠে নোট মুদ্রণ ছাপাখানা ও সিআরএফ-এর কোবরা বাহিনীর ট্রেনিং ক্যাম্প। পাশাপাশি এক সময় ব্রিটিশ বাহিনী দ্বারা উচ্ছেদ হওয়া মানুষজন এই জমির উপরেই পরে বসতবাড়ি গড়ে বসবাস শুরু করেছিলেন। এমনই ২২টি মৌজার প্রায় ৪০০০ পরিবার বসবাস শুরু করছেন বর্তমানে। ওই জমি উদ্ধার করতে নেমেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পাঁচ পুরুষ ধরে বসবাস করে আসা ভিটেমাটি ছেড়ে উচ্ছেদ হতে হবে শালবনীর বাঁকিবাধ অঞ্চলের ঢেঙ্গাশোল, কমলা, বড় বাখরা, জামবনী প্রভৃতি মিলিয়ে ২২ টি মৌজার প্রায় ৪০০০ পরিবারকে।

আরও পড়ুন : সামনেই অডিট! তার আগেই নথি লোপাটের অভিযোগ দাসপুরের দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

Eviction Notice

জানা গিয়েছে, এই পরিত্যক্ত জমিতে একসময় বায়ু সেনার বিমান ওঠানামা করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরবর্তীকালে বহু অংশে মানুষ বসবাস শুরু করেন। অনেকে চাষবাস শুরু করেন। কোনোরকমে দশকের পর দশক দিনযাপন করে আসছেন। এবার ওই এলাকার মানুষজনকে জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ পাঠালো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে পরিবারগুলিকে কলকাতার আলিপুরের অফিসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত, ক্ষতি পূরণের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ

আরও পড়ুন : পাশবই দেখেই মাথায় হাত! দাসপুরে রাষ্ট্র‍য়ত্ব ব্যাঙ্ক -গ্রাহকের টাকা তছরুপের অভিযোগ

যা নিয়ে শোরগোল পড়েছে জেলায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও রাজ্যের শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, “গত কয়েক দশক ধরে আমরা বসবাস করছি। স্বাধীনতার আগে খাজনা দেওয়ার রশিদ রয়েছে। আমরা নিজেদের জায়গা কেন ছাড়বো?” তবে উচ্ছেদ করতে এলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। পঞ্চায়েত প্রধান কৌশিক হাজরা বলেন, ২০১৩ সালে রাজ্যের তরফে কেন্দ্রের কাছে জমি বিনিময়ের জন্য আবেদন করা হয়েছিল।

রাজ্য নিজেদের খাস জমি কেন্দ্রকে দিয়ে কেন্দ্রের এই জমি নিজেদের নামে করতে আগ্রহী হয়েছিল। তারপরেই কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। ফাইল চাপা পড়ে যায়।” বিষয় যাই থাকুক ওই ৪০০০ পরিবার উচ্ছেদ হলে কোথায় যাবে? বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে হাজির হল জন অধিকার সুরক্ষা কমিটি। জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয়। উপস্থিত ছিলেন, বঙ্কিম মুর্মু, লালু হাঁসদা, শংকর সরেন। কমিটির বক্তব্য, “এই উচ্ছেদের নোটিশ হাজার হাজার পরিবারের কাছে বিনা মেঘে বজ্রপাতের থেকেও নিষ্ঠুর এবং নির্মম।

আরও পড়ুন : করোনা আবহ কাটিয়ে পশ্চিম মেদিনীপুরে ফের চালু হল বৃত্তি পরীক্ষা

আরও পড়ুন : প‍াঁশকুড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক স্কুল ছাত্র সহ ২

এলাকায় অত্যন্ত আতঙ্ক ও বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমান প্রজন্মের মানুষেরা পূর্ব পুরুষদের কাছে শুনেছিল অতীতে ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে এরোড্রাম করার নাম করে তদানীন্তন বিদেশী সাম্রাজ্যবাদী সরকার এই এলাকার মানুষকে একবার উচ্ছেদ করে দিয়ে সর্বস্বান্ত করেছিল। কত মানুষ তখন অনাহারে অসুখে-বিশুকে খোলা আকাশের নিচে পড়ে থেকে মারা পড়েছে। তার কোন হদিস কেউ জানে না। ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর পুনরায় ওই এলাকায় বহু কষ্টের মধ্য দিয়ে আবার বাঁশ খড় জোগাড় করে কোন প্রকারে মানুষ বসতি স্থাপন করে।

স্বাধীনতার ৭৫ বছর পরে এদেশের ক্ষমতাসীন সরকার আবার এই নর হত্যার খড়্গ নামিয়ে আনলো। এই সরকারের বর্তমান ঘোষণা কার্যত ব্রিটিশ স্বৈরাচারী নিষ্ঠুর শাসন ও অত্যাচারকেই ফিরিয়ে আনছে। অথচ স্বাধীন দেশে সরকার গঠনে এমএলএ, এমপি, মন্ত্রিসভা গঠনে নাগরিক হিসেবে ভূমিকা পালন করে এসেছে ওই মানুষগুলো। তাহলে তাদের কি বেঁচে থাকার সুযোগটুকু নেই? তবে বিষয়টি নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ এবং উচ্ছেদ যাতে না হয় তা জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জন অধিকার সুরক্ষা কমিটি।

আরও পড়ুন : ঝাড়গ্রামে হাতিদের ঠেকাতে কুনকি হাতি! উত্তরবঙ্গ থেকে আনা হল ‘শম্ভু’ ও ‘মিনাক্ষী’-কে

আরও পড়ুন : লক্ষ্মীপুজোর দিনেই সন্তানের ভালো সঙ্গীর কামনায় সুবর্ণরেখার দুই তীরে পালন ‘আভড়াপুণেই’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Eviction Notice

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.