0
পত্রিকা প্রতিনিধি : রাত্রি বেলায় খাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় পাখা চালাতে গিয়েই বিপত্তি,প্রাণ গেল মাঝ বয়সী ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের আমঝোর এলাকায়। মৃত ব্যক্তির নাম নিমাই পাত্র,বয়স আনুমানিক ৫০ বছর।স্থানীয় সূত্রে জানা যায় রাত্রিবেলা খাওয়া শেষ করার পর টেবিল পাখা চালাতে গিয়ে, কোনোক্রমে পা পিছলে যায়, সেই সময় টেবিল পাখার উপর পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায়। এরপর ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ মৃতদেহ উদ্ধার করে,অন্যদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।