Maoist Attack : জঙ্গলমহল জুড়ে বেশ কয়েক মাস ধরে একাধিক এলাকায় পড়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, গড়বেতা ও চন্দ্রকোনারোড স্টেশনে বড়োসড়ো নাশকতার আশঙ্কায় জোর কদমে চলল তল্লাশি। এই নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা জঙ্গলমহল জুড়ে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জঙ্গলমহল জুড়ে মাওবাদী নাশকতার আশঙ্কার পর এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, গড়বেতা ও চন্দ্রকোনারোড স্টেশনে বড়োসড়ো নাশকতার আশঙ্কায় জোর কদমে চলল তল্লাশি। শুক্রবার বোম স্কোয়াডের একটি টিম একাধিক স্টেশনের তল্লাশি চালায়। প্রসঙ্গত জঙ্গলমহল জুড়ে বেশ কয়েক মাস ধরে একাধিক এলাকায় পড়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার।
আরও পড়ুন : মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা সুগম করতে ৩০০০ সাফাই কর্মী দিয়ে শুরু হল কাজ
এই নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা জঙ্গলমহল জুড়ে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। চলছে নাকা তল্লাশি। তবে ফের স্টেশন গুলিতে বড়োসড়ো নাশকতার আশঙ্কা প্রকাশ হওয়ার পর রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে।
আরও পড়ুন : দৌড়বিদদের জন্য সুখবর! ২৮ মে মেদিনীপুরে নাইট ম্যারাথন দৌড়
উল্লেখ্য, মাওবাদীদের টার্গেট হতে পারে জঙ্গলমহলের রেল স্টেশনগুলি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এমন ইন্টেলিজেন্স রিপোর্ট মেলার পরেই জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে তৎপরতা। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের শালবনি, গড়বেতা, চন্দ্রকোনা রোড স্টেশনে তল্লাশি অভিযান চালায় রেলপুলিশ। মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয় রেলস্টেশনগুলিতে।
আরও পড়ুন : নালা বন্ধ করে ব্যবসা করলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর পৌরসভার
উল্লেখ্য, সম্প্রতি মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহল জুড়ে জারি করা হয়েছিল হাই অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায় জোরকদমে শুরু করা হয়েছে নাকা তল্লাশি। একই সাথে ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে মাওবাদী দমনে তৈরি বিশেষ বাহিনী ‘কোবরা’কে। যেন কোনোভাবেই জঙ্গলমহলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এমন বাড়তি নিরাপত্তাব্যবস্থা বলে জানাচ্ছেন জেলা পুলিশের আধিকারিকরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Maoist Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore