Home » DSP Digha Post: ডিএসপি দীঘা পদ তৈরি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস

DSP Digha Post: ডিএসপি দীঘা পদ তৈরি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস

by Biplabi Sabyasachi
0 comments

DSP Digha Post is making East Midnapore District Police

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণিতে যাওয়া সমস্ত পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার ডিএসপি (দীঘা) পদ তৈরি করছে জেলা পুলিস। জানা গিয়েছে, শীঘ্রই নতুন পদে ডিএসপি (ডিঅ্যান্ডটি) সাকিব আহমেদকে পাঠানো হচ্ছে। দীঘা, রামনগর, দীঘা মোহনা কোস্টাল, মন্দারমণি কোস্টাল, জুনপুট কোস্টাল প্রভৃতি থানা এলাকায় রুটিন কাজকর্ম তদারকি করবেন ডিএসপি (দীঘা)।

আরও পড়ুন:- জঙ্গলমহলের ঐতিহ্য! সামিয়ানা খাটিয়ে বুলবুল পাখির লড়াইয়ের আসর গোপীবল্লভপুরে

DSP Digha Post
ফাইল চিত্র

আরও পড়ুন:- দোকানে চুরির ঘটনায় সংঘর্ষ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাঁশকুড়ার তারাপীঠ মন্দির

তবে দীঘা ও মন্দারমণিতে সিআরজেড(কোস্টাল রেগুলেশন জোন ) আইন ভেঙে হোটেল তৈরি, হোটেল সম্প্রসারণ সহ নানারকম বেআইনি কাজের অভিযোগ আসছে। তাছাড়া ওড়িশার মতো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের ওই প্রজেক্ট যাতে মসৃণ গতিতে এগয়, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন ও পুলিস। তাই এবার দীঘা, রামনগর, দীঘা মোহনা কোস্টাল, মন্দারমণি কোস্টাল, জুনপট থানা এলাকার জন্য পৃথক ভাবে ডিএসপি(দীঘা) পদ তৈরির পরিকল্পনা বলে জেলা পুলিস বলে জানা গিয়েছে।

DSP Digha Post

আরও পড়ুন:- মেদিনীপুরে তারস্বরে মাইক বাজানোয় বাজেয়াপ্ত করল পুলিশ

আরও পড়ুন:- বনদেবী থেকে হাতিধরা পুজোতে মাতলো জঙ্গলমহলবাসী, কুড়মিদের নববর্ষ উদযাপন

তাছাড়া অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ)এর অধীনে তিনজন ডিএসপি পদমর্যাদার অফিসার থাকবেন। কাঁথি এবং এগরার দুই এসডিপিও ছাড়াও ডিএসপি(দীঘা) থাকবেন। তাছাড়া প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক দীঘা, মন্দারমণি বেড়াতে আসেন। করোনার কারণে গত দু’বছর পর্যটন শিল্প খানিকটা ধাক্কা খেলেও গড়ে প্রতি বছর ৪০-৪৫ লক্ষ পর্যটক দীঘায় বেড়াতে আসেন। তবে বিপুল সংখ্যক গাড়ি ১১৬বি জাতীয় সড়কের উপর দিয়ে যায়।

আরও পড়ুন:- বন্ধই থ‍াকছে স্কুল, বিয়ে বাড়ি, মেলায় শর্তাধিন ছাড়! ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বহাল রাজ্যে

জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে ওই জাতীয় সড়কে। সেজন্য ডিএসপি(ট্রাফিক-২) পদ তৈরি করে দিব্যেন্দু দাসকে নিয়োগ করা হয়েছে। মারিশদা থানায় ডিএসপি(ট্রাফিক-২) অফিস। দুর্ঘটনা মোকাবিলায় কাঁথিতে ট্রাফিক ইনসপেক্টর নিয়োগ করা হয়েছে। পর্যটকদের পথ নিরাপত্তার কথা মাথায় রেখেই ট্রাফিক বিভাগে জেলা পুলিসের এই পরিকল্পনা।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে একদিনে করোন‍ায় সংক্রমিত ৩০০, মকর সংক্রান্তির মেলায় ভিড় রুখে ‘হিরো’ বৃষ্টি

 তাছাড়া এখন দীঘা, মন্দারমণিতে আইনশৃঙ্খলা সুরক্ষায় উপর জোর দিতে ডিএসপি(দীঘা) পদ তৈরি করা হচ্ছে। এক সময় এসডিপিও(ট্যুরিজম) পদ তৈরির ভাবনাচিন্তা ছিল। যদিও সেটা ডিএসপি(দীঘা) হিসেবে মঞ্জুর হয়েছে। এবিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার অমরনাথ কে বলেন, শ্রীঘ্রই ডিএসপি(দীঘা) পদ তৈরি করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে ডিএসপি(ডিঅ্যান্ডটি)কে ওই পদে নিয়োগ করা হবে। তিনি রামনগরে বসবেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

DSP Digha Post

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.