Sand news
আরও পড়ুন ঃ–বিধায়িকা হিসাবে কর্মসংস্থান গড়ে তোলায় লক্ষ্য জুন মালিয়ার
পত্রিকা প্রতিনিধি: সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বালি চুরি রুখতে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার বিভিন্ন খাদানে উড়বে ড্রোন (Drone)। ড্রোনের মাধ্যমে অবৈধ বালি খাদান চিহ্নিত করতে অভিযান চালাবে জেলা প্রশাসন (Paschim Medinipur Administration)। জেলার একাধিক অবৈধ বালি খাদানের অভিযোগ এসেছে প্রশাসনের কাছে। রাতের অন্ধকারে খাদান থেকে পাচার হচ্ছে বালি। সেই সমস্ত এলাকার সঙ্গে জেলার বিভিন্ন নদী ও সংলগ্ন এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অবৈধ বালি পাচার রুখতে একটি ড্রোন কেনা হয়েছে। কিছু দিনের মধ্যেই পরীক্ষামূলক ভাবে অভিযান শুরু করতে উড়ানো হবে বিভিন্ন খাদানে। সূত্রের খবর যে সমস্ত এলাকায় অবৈধ বালি খাদানের অভিযোগ এসেছে সেই সমস্ত এলাকায় প্রাথমিক ভাবে এই ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে।
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় অবৈধ ভাবে বালি পাচারের দীর্ঘ অভিযোগ। রয়েছে ওভারলোডেড বালি গাড়ি যাতায়াতে রাস্তার ক্ষতির অভিযোগও। নদীগর্ভ থেকে অসাধু উপায়ে বালি তোলায় পুলিশ ও ভূমি দফতর যৌথ অভিযান চালিয়ে ধরপাকড়ও করে। তারপরও রাতের অন্ধকারে জেলার বিভিন্ন প্রান্তে অবৈধ বালি কারবারের অভিযোগ উঠছে। মেদিনীপুর সদরের (Medinipur Sadar) গুড়গুড়িপাল (Gurguripal) থানার কনকাবতীতে রয়েছে পুলিশের নাকা চেকিং পয়েন্ট। দেখা গিয়েছে, ওই নাকা চেকিংয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মূলত অবৈধ ভাবে পাচার ও ওভারলোডেড বালি গাড়ি রুখতেই এই ক্যামেরা বসানো হয়েছে। এক আধিকারিক বলেন, এরফলে একদিকে যেমন বালি চুরি কমবে, তেমনই সরকারি রাজস্ব বাড়বে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Sand news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore