Dilip-Sukanta at a press conference in Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে মতপার্থক্য নিয়ে জল্পনার মাঝে মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয় পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী পঞ্চায়েত নির্বাচনী প্রচার কর্মসূচী নিয়ে কর্মী বৈঠক রয়েছে।
অনুব্রত থেকে জঙ্গলমহলে মাওবাদী প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে মতপার্থক্য নিয়ে তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দলের এক ছত্রছায়ায় আছি আমরা। আমরা প্রত্যেকেই দলের নেতা। দিলীপ দা, রাহুল দা একেকটা সময় নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকের সাথে প্রত্যেকের মতের অমিল থাকতেই পারে। কিন্তু কারো সাথে কোনো মতবিরোধ নেই।” তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই-এর নোটিশ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সিবিআই-এর হাত থেকে বাঁচতে অনুব্রত মণ্ডল নানান অজুহাতে আশ্রয় নিচ্ছেন।
Press Conference
আমরা আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে উনি উডর্বান ওয়ার্ডের দিকেই যাবেন। কতদিন আর পালিয়ে বাঁচবেন! এত ভয়ের কিছু নেই। একবার যান, যখন যাওয়ার অভ্যাস হয়ে যাবে বারবার যাবেন। সিবিআই-কে ছেড়ে আসতে চাইবেন না। ওখানেই থেকে যাবেন।” জঙ্গলমহলে লোকসভা নির্বাচনের পর বিজেপির ভোট কমে যাওয়া, বামেদের উত্থান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “গত উপনির্বাচনে বালিগঞ্জে বামেরা ভোট একটু বেশি পেয়েছে সেটা বলছেন, কিন্তু আসানসোলে যে ভোট একেবারে কমে গেছে সেটা কেউ বলছেন না। দেশের সামনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমাদের যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, বামেদের এমন কেউই নেই।
কেন ওনাদের জনগণ ভোট দেবেন? গত লোকসভাতে আমরা ১৮ টা আসন জিতে ছিলাম, তার থেকে কোনো অংশে কমবে না। বরং বাড়বে।”এদিন জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ও উত্থান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যে অনুন্নয়ন, কর্মসংস্থানহীনতা যত বাড়ছে মাওবাদী সমস্যা তত বাড়ছে। মাননীযা় মুখ্যমন্ত্রী বিজনেস সাবমিট করে বড় বড় কথা বলেন। উনার প্রতিশ্রুতি মত কর্মসংস্থান তো বাড়েনি, উল্টে রাজ্য থেকে ৪০ থেকে ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। রাজ্য পুলিশ এই সমস্যা মেটানোর উপযুক্ত নয়। রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ব্যবস্থা নেওয়া।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Press Conference
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore