Home » Egra Bomb Blast Case : এগরায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন , ঘটনাস্থলে CID ও বোম্ব স্কোয়াড

Egra Bomb Blast Case : এগরায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন , ঘটনাস্থলে CID ও বোম্ব স্কোয়াড

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৯জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন । পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ । বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Egra Bomb Blast Case
নিজস্ব চিত্র

স্থানীয়দেরও অভিযোগ, ‘পুলিশ শুধু বলছে দেখছি, শুধু টাকা খাচ্ছে’, বিস্ফোরক দাবি স্থানীয়দের। বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করার বদলে মাসে মাসে এসে পুলিশ টাকা নিয়ে যেত বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে বাজি কারখানার আড়ালে চলছিল কি অন্য কিছু? সন্দেহ স্থানীয়দের। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে’।

Egra Bomb Blast Case

ট্যুইটে শুভেন্দুর দাবি, ‘তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ।’ অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। ‘প্রমাণ নষ্ট করা হতে পারে, রাজ্যপালের কাছে আবেদন, এনআইএ তদন্তের জন্য উদ্যোগ নিন, বারুদের স্তূপে বাংলা, ভগবান রাজ্যকে বাঁচাক, ট্যুইট শুভেন্দু অধিকারীর। পাশাপাশি বিজেপি নেতার দাবি, ‘কৃষ্ণপদ বাগকে বেআইনি লাইসেন্স দিতে মাসে ৫০ হাজার করে নিত পুলিশ’।

আরও পড়ুন : আর যেতে হবে না থানায়! পশ্চিম মেদিনীপুরে হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ জানানো যাবে বাড়িতে বসেই

এবিষয়ে মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার বন্ধুরা এনআইএ এনআইএ করে চিত্‍কার করছেন। এনআইএ তদন্ত হলে আমার কোনও আপত্তি নেই। আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, খোঁজ নিয়ে দেখা হয়েছে। এনআইএ তদন্ত হলেও আসল অপরাধীর ধরা পড়া উচিত। সেখানে ঘটনা ঘটেছে সেই পঞ্চায়েত বিজেপির দখলে। তাঁরাও কোনও খোঁজখবর রাখেনি।’

আরও পড়ুন : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হু হু বাড়ছে মৃতের সংখ্যা

আরও পড়ুন : কুড়মিদের ‘কাপড় খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক-পাল্টা কুড়মিরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Egra Bomb Blast Case

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.