Elephant attack
আরও পড়ুন ঃ– আকালের বাজারেও অফ-ক্যাম্পাসিংয়ে রেকর্ড চাকরি মেদিনীপুর কলেজে
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur)তুলনায় ঝাড়গ্রামে(Jhargram) বাড়ছে হাতির হানায় মৃত্যুর সংখ্যা। বাড়ছে জমির ফসল ও ঘরবাড়ি ভাঙার ঘটনাও। শুক্রবার ঝাড়গ্রাম জেলায় ফের হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলা। ঘটনাটি ঝাড়গ্রামের বেলপাহাড়ির কপাটকাটা (Kapatkata)গ্রামে। মৃত মহিলার নাম ফুলমণি মান্ডি(Fulmani Mandi)। সারা জেলা জুড়ে দলমা থেকে আসা পরিযায়ী হাতির হানায় নাজেহাল এলাকাবাসী। স্থানীয়রা জানান, ভোর বেলা খাবারের খোঁজে হানা দিয়ে ওই গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাঙে দলমার দামালরা। তার মধ্যে ফুলমণি মান্ডিরও বাড়ি ছিল। বাড়িতে ঘুমিয়ে ছিলেন ফুলমণি। বাড়ি ভাঙায় দেওয়াল চাপা পড়ে মারা যান তিনি।
ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয়েছে বন দফতরের বিরুদ্ধে। অন্যদিকে বিনপুরের মির্জাপুর এলাকায় জমির ফসলের ব্যাপক ক্ষতি করে হাতির দল। সাঁকরাইল ব্লকের ডাহি, কাশিডাঙ্গা সহ বেশ কিছু এলাকার লোকালয়ে দাপিয়ে বেড়ায় বুনো দাঁতাল হাতি। সুবর্নরেখা নদী পেরিয়ে লোকালয়ে খাবারের সন্ধানে ঢোকে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে জেলা জুড়ে হাতি নিয়ে নাজেহাল অবস্থা জেলা বাসীর।
আরও পড়ুন ঃ– মেদিনীপুর শহরের এক হোটেলে মধুচক্রের আসর, হানা দিয়ে কয়েকজনকে আটক করল পুলিশ
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore