0
পত্রিকা প্রতিনিধি : পড়ে মৃত্যু হল একসাথে ২১ টি ছাগলের । ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লাউরিয়াদাম গ্রামে। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের একাংশে ঘন্টাখানেক ভারী বৃষ্টিপাত হয়। হাওয়া দপ্তর এর পক্ষ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে । ঝড়-বৃষ্টির পাশাপাশি ঘনঘন বজ্রপাত চিন্তা বাড়াচ্ছে । সোমবার দুপুর ১ টা নাগাদ লাউরিয়াদাম গ্রামে বাজ পড়ে মৃত্যু হল ২১ টি ছাগলের । স্থানীয় বাসিন্দারা জানান মাঠে ছাগলগুলি চরতে থাকার সময় বৃষ্টির সাথে সাথেই বাজ পড়ে ছাগলগুলোর মৃত্যু হয় ।