পত্রিকা প্রতিনিধি: মানসিক চাপ,তার থেকে মানসিক অবসাদ।যার পিছনে লুকিয়ে রয়েছে প্রণয়ঘটিত নানাবিধ কারণ।প্রণয়ঘটিত নানা কারণ থেকেই বাড়ছে আত্মহত্যার প্রবণতা।গলায় দড়ি কিংবা বিষাক্ত কিছু খেয়ে আত্মহনন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।প্রণয়ঘটিত কারণ থেকে আত্মহত্যার এই প্রবণতা বাড়ছে কম বয়সী যুবক-যুবতীদের মধ্যে।মানসিক অবসাদের জেরেই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা এক যুবকের।মৃতের নাম দেবব্রত মাইতি(২৩)।বাড়ি দাঁতন থানার পুরুন্দা তে।সোমবার সকালে নিজের বাড়িতে ঝুন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।খন্ডরুই গ্রামীন হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।প্রনয় ঘটিত কোন কারণ থেকে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের।তবে মৃত্যুর আসল কারণের খোঁজ চালাচ্ছে দাঁতন থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
5